বিশেষ দোয়া মাহফিলে মুসলিম উম্মাহর জন্য মোনাজাত

মিশিগানে ১০ বছর বয়সে হাফেজে কোরআন হলেন নাকীব হাসান রায়হান

আপলোড সময় : ১৪-০৭-২০২৫ ০১:৩৫:২১ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৪-০৭-২০২৫ ০১:৩৫:২১ পূর্বাহ্ন
ডেট্রয়েট, ১৪ জুলাই : ডেট্রয়েট শহরের বায়তুল মোকাররম মসজিদের হিফজ বিভাগে অধ্যয়ন করে মাত্র ১০ বছর বয়সে সম্পূর্ণ কুরআন হিফজ করে হাফেজ হওয়ার গৌরব অর্জন করেছেন নাকীব হাসান রায়হান। তিনি মসজিদটির সভাপতি ডা. মোহাম্মদ সিরাজুল হক ও শায়খে হবিগঞ্জী রহ. এর দৌহিত্র মঞ্জুর সামি হাসানের পুত্র।
রায়হান স্কুল শিক্ষার পাশাপাশি প্রতি সপ্তাহে শনিবার ও রবিবার নিয়মিতভাবে হিফজ ক্লাসে অংশগ্রহণ করেন এবং গ্রীষ্ম, শীত, বসন্ত ও ক্রিসমাসের ছুটির সময়গুলো সম্পূর্ণভাবে হিফজের পেছনে ব্যয় করেন। তাঁর নিষ্ঠা, অধ্যবসায় ও পারিবারিক উৎসাহে অল্প বয়সেই কুরআনের মহান সৌভাগ্য অর্জন সম্ভব হয়েছে।

উল্লেখ্য, ২০১০ সালের ১৮ সেপ্টেম্বর মাত্র ১ জন শিক্ষক ও ২ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করা বায়তুল মোকাররম মসজিদের হিফজ বিভাগ বর্তমানে ৬ জন শিক্ষক ও ৪০ জনের বেশি ছাত্র নিয়ে এগিয়ে চলেছে। প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত এই বিভাগ থেকে ২৯ জন শিক্ষার্থী হাফেজে কোরআনের মর্যাদা লাভ করেছেন।
রায়হানের হিফজ সম্পন্ন উপলক্ষে গতকাল রবিবার, ১৩ জুলাই বাদ জোহর বায়তুল মোকাররম মসজিদে এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়খুল হাদীস আলহাজ্ব মাওলানা আব্দুস সালাম মোহাদ্দিস (শায়খে জুরি)। আরও উপস্থিত ছিলেন শায়খে রেংগা রহ. এর খলিফা শায়খ নুরুল ইসলাম সুফিয়ান, ডা. সিরাজুল হক, হাফিজ ক্বারী ফখরুল ইসলাম, ইমাম শেখ আহমাদ কাশেম, আল ফালাহ মসজিদের ইমাম মাওলানা আতাউর রহমান খান, দারুল কুরআন মসজিদের ইমাম মাওলানা সাইদ, হাফিজ সাঁইদ সামাদ, মাওলানা জাবেদ আহমদ, হাফিজ ইউসুফসহ স্থানীয় বিভিন্ন মসজিদের ইমাম, শিক্ষক ও কমিউনিটির গুণীজনেরা। দোয়া মাহফিলে গোটা মুসলিম উম্মাহ, দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com