
কার্ডিফ, ১৪ জুলাই :বিপুল উৎসাহ ও ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণে বৃটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফের ঐতিহ্যবাহী শাহ্ জালাল মসজিদ ও ইসলামিক কালচারাল সেন্টারের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। গতকাল রোববার দুপুর ১২টায় বিদায়ী কমিটির সভাপতিত্বে ও পূর্ণ আনুষ্ঠানিকতায় দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভায় গঠনতন্ত্র অনুসরণ করে নিয়মিত দ্বিবার্ষিক হিসাব-নিকাশ ও রিপোর্ট উপস্থাপন করা হয়।
২০২৫–২০২৭ মেয়াদের জন্য কমিটিতে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শাহ্ আতাউর রহমান মধু, সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন কাওছার হোসেইন এবং ট্রেজারার পদে আছেন রকিবুর রহমান। কমিটির অন্যান্য সদস্যরা হলেন : আনহার মিয়া, আখতারুজ্জামান কোরেশি নিপু, মোহাম্মদ জামান ময়নু, বকসি মোহাম্মদ সায়েদ, মোহাম্মদ রাসেল ফিরোজ, রুহুল আলম, মুহিদুর রহমান শাফি ও রুহেল মিয়া। নতুন কমিটির দুই ট্রাস্টি হিসেবে মনোনীত হয়েছেন মোহাম্মদ মকিস মনসুর এবং আলহাজ্ব আব্দাল মিয়া।

সভায় সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি আলহাজ্ব আব্দুল মুমিন এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক দেওয়ান মাসকুর আহমেদ চৌধুরী টুটুল। বিদায়ী ট্রেজারার খায়রুল ইসলাম আর্থিক প্রতিবেদন এবং বিদায়ী সেক্রেটারি মাসকুর আহমেদ চৌধুরী বার্ষিক রিপোর্ট পেশ করেন। বক্তব্যে অংশ নিয়ে নেতৃবৃন্দ মসজিদের অগ্রগতির ধারাবাহিকতা বজায় রাখতে বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন।
দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন শাহ্ জালাল মসজিদের সাবেক ট্রাস্টি আলহাজ্ব আব্দুল আহাদ চৌধুরী এবং পরিচালনায় ছিলেন প্রাক্তন ট্রাস্টি আলহাজ্ব মোহাম্মদ রেনু মিয়া। তিনি একে একে কমিটির সদস্যদের নাম ঘোষণা করলে উপস্থিত সবাই সর্বসম্মতভাবে সমর্থন জ্ঞাপন করেন।
সভা শুরু হয় মসজিদ সংশ্লিষ্ট প্রয়াত ব্যক্তিদের মাগফিরাত, অসুস্থদের সুস্থতা ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়ার মাধ্যমে, যা পরিচালনা করেন মসজিদের খতীব মাওলানা কাজি ফয়জুর রহমান। পরিশেষে আপ্যায়নের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
২০২৫–২০২৭ মেয়াদের জন্য কমিটিতে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শাহ্ আতাউর রহমান মধু, সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন কাওছার হোসেইন এবং ট্রেজারার পদে আছেন রকিবুর রহমান। কমিটির অন্যান্য সদস্যরা হলেন : আনহার মিয়া, আখতারুজ্জামান কোরেশি নিপু, মোহাম্মদ জামান ময়নু, বকসি মোহাম্মদ সায়েদ, মোহাম্মদ রাসেল ফিরোজ, রুহুল আলম, মুহিদুর রহমান শাফি ও রুহেল মিয়া। নতুন কমিটির দুই ট্রাস্টি হিসেবে মনোনীত হয়েছেন মোহাম্মদ মকিস মনসুর এবং আলহাজ্ব আব্দাল মিয়া।

সভায় সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি আলহাজ্ব আব্দুল মুমিন এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক দেওয়ান মাসকুর আহমেদ চৌধুরী টুটুল। বিদায়ী ট্রেজারার খায়রুল ইসলাম আর্থিক প্রতিবেদন এবং বিদায়ী সেক্রেটারি মাসকুর আহমেদ চৌধুরী বার্ষিক রিপোর্ট পেশ করেন। বক্তব্যে অংশ নিয়ে নেতৃবৃন্দ মসজিদের অগ্রগতির ধারাবাহিকতা বজায় রাখতে বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন।
দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন শাহ্ জালাল মসজিদের সাবেক ট্রাস্টি আলহাজ্ব আব্দুল আহাদ চৌধুরী এবং পরিচালনায় ছিলেন প্রাক্তন ট্রাস্টি আলহাজ্ব মোহাম্মদ রেনু মিয়া। তিনি একে একে কমিটির সদস্যদের নাম ঘোষণা করলে উপস্থিত সবাই সর্বসম্মতভাবে সমর্থন জ্ঞাপন করেন।
সভা শুরু হয় মসজিদ সংশ্লিষ্ট প্রয়াত ব্যক্তিদের মাগফিরাত, অসুস্থদের সুস্থতা ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়ার মাধ্যমে, যা পরিচালনা করেন মসজিদের খতীব মাওলানা কাজি ফয়জুর রহমান। পরিশেষে আপ্যায়নের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।