বিনোদন, সংস্কৃতি, গান, নৃত্য ও বাহারি আয়োজনের সমাহার

মিশিগানে দুই দিনব্যাপী দেশী সামার জ্যাম মেলা ১৯ ও ২০ জুলাই

আপলোড সময় : ১৪-০৭-২০২৫ ১০:৪৬:২৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৪-০৭-২০২৫ ১০:৪৬:২৭ পূর্বাহ্ন
ওয়ারেন, ১৪ জুলাই : বাংলাদেশ মাল্টিকালচারাল ফাউন্ডেশনের উদ্যোগে জমকালো আয়োজনে আগামী ১৯ ও ২০ জুলাই মিশিগানের ওয়ারেন সিটির সিটি স্কয়ারে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী দেশী সামার জ্যাম মেলা।
আয়োজকরা জানান, মেলায় দেশি-বিদেশি জনপ্রিয় শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা থাকবে। এর মধ্যে গান পরিবেশন করবেন বাংলাদেশ থেকে আসা সুপরিচিত শিল্পী শুভ্র দেব, বিন্দু কণা, দিনাত জাহান মুন্নী, ইকি গা (ইকবাল), ডি বয় হিমেল। এছাড়াও থাকবেন রাভ ইন্ডার, জান মার্টিজেন, কে ভি সিং সহ ভারত, পাঞ্জাব ও মেক্সিকোর জনপ্রিয় শিল্পীবৃন্দ।
মেলায় থাকবে নৃত্য পরিবেশনা, ফ্যাশন শো, র‍্যাফেল ড্র সহ নানা বিনোদনমূলক আয়োজন। সেই সঙ্গে থাকবে বাহারি খাবার, দেশীয় পোশাক, জুয়েলারি, হস্তশিল্প ও মৃৎশিল্পের নানা ধরনের স্টল।
বাংলাদেশ মাল্টিকালচারাল ফাউন্ডেশন মিশিগানের দুই উদ্যোক্তা ও কর্ণধার সাংস্কৃতিক ব্যক্তিত্ব গায়ক ইকবাল হোসেইন এবং হিমেল হোসেইন জানান, প্রায় দেড় লক্ষ ডলারের বাজেট নিয়ে আয়োজিত এই মেলাটি বাংলাদেশি কমিউনিটি ও অন্য সংস্কৃতিগুলোর মধ্যেও এক বন্ধন গড়ে তুলবে। তাঁরা বলেন, “আমাদের প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্ম যেন এই মেলার মাধ্যমে বাংলাদেশের কৃষ্টি, সংস্কৃতি, খাবার, পোশাক ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত হতে পারে, সেটিই আমাদের মূল উদ্দেশ্য। মেলাটি সফল করতে যাঁরা বিভিন্নভাবে সহযোগিতা ও স্পন্সরশিপ দিয়েছেন, তাঁদের সকলের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। সকলকে দেশী সামার জ্যাম মেলায় উপস্থিত থাকার জন্য আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি। মেলাটি সবার জন্য উন্মুক্ত।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com