পাইপ ফেটে বন্যা, সাময়িকভাবে বন্ধ ওকল্যান্ড মল

আপলোড সময় : ১৭-০৭-২০২৫ ১২:২০:৩৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৭-০৭-২০২৫ ১২:২০:৩৭ পূর্বাহ্ন
গতকাল ট্রয়ে সিটেতে অবস্থিত ওকল্যান্ড মলের সামনের প্রবেশপথে ৮ ইঞ্চি ব্যাসের একটি প্রধান পাইপ ভেঙে যাওয়ায় বন্যা দেখা দেয়। ফলে গ্রাহকদের সরিয়ে নেওয়া হয় এবং নিরাপত্তার কারণে দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়/Photo : Daniel Mears, The Detroit News

ট্রয়, ১৭ জুলাই : পাইপ ফেটে বন্যার কারণে ট্রয়ের আই-৭৫ এবং জন আর রোডের মধ্যবর্তী ১৪ মাইলে অবস্থিত ওকল্যান্ড মলের প্রধান কনকোর্স এবং পার্কিং লটের কিছু অংশ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
মলের এক ফেসবুক পোস্টে জানানো হয়, বুধবার বিকেলে মলের পরিষেবা প্রদানকারী একটি পাইপ ফেটে যায়। ফলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়। শপিং সেন্টারের কর্মকর্তারা জানিয়েছেন, “আমাদের ভাড়াটে ও অতিথিদের নিরাপত্তা নিশ্চিত করতে মল সম্পূর্ণভাবে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
ফেসবুক পোস্টে আরও বলা হয়েছে, “পরিস্থিতির পূর্ণাঙ্গ মূল্যায়নের জন্য আমরা স্থানীয় অগ্নিনির্বাপক ও পুলিশ বিভাগ এবং শিল্প বিশেষজ্ঞদের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করছি।”
মল কর্তৃপক্ষ এখনো জানায়নি, কখন এটি পুনরায় চালু হবে। তারা আরও জানায়, “সমস্যা সমাধানের জন্য আমরা নিরলসভাবে কাজ করছি এবং সম্প্রদায়ের ধৈর্য ও সহযোগিতার জন্য কৃতজ্ঞ। পরবর্তীতে প্রয়োজনে আরও তথ্য জানানো হবে।”
ওকল্যান্ড মলের ওয়েবসাইট অনুসারে, এতে ১০৭টি ভাড়াটে প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো: জেসিপেনি, হবি লবি, ডিকস স্পোর্টিং গুডস এবং অ্যাট হোম।
মলের মুখপাত্র জেনিফার এল. ফস্টার বলেন, “পরিস্থিতি নিরীক্ষণের জন্য অগ্নিনির্বাপক কর্মী, পুলিশ এবং সংশ্লিষ্ট প্রযুক্তিগত বিশেষজ্ঞদের সঙ্গে আমরা একযোগে কাজ করছি।”
উল্লেখ্য, বুধবার মেট্রো ডেট্রয়েট এলাকায় তীব্র ঝড় বয়ে যায়। জাতীয় আবহাওয়া পরিষেবার পূর্বাভাসে বলা হয়, ঘণ্টায় ৬০ মাইল বেগে বয়ে যাওয়া বাতাস এবং বজ্রঝড়ের আশঙ্কা ছিল, যার ফলে এ ধরনের বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
Source & Photo: http://detroitnews.com
 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com