মিশিগানে আজ হবিগঞ্জ জেলার প্রবাসীদের প্রাণের বনভোজন

আপলোড সময় : ২০-০৭-২০২৫ ১২:৩৪:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৭-২০২৫ ১২:৩৪:৩১ অপরাহ্ন
ওয়ারেন, ১৬ জুলাই : আজ রোববার হবিগঞ্জ জেলা এসোসিয়েশন অব মিশিগানের বহু প্রতীক্ষিত বার্ষিক বনভোজন। দুপুর ২টা ৩০ মিনিটে প্রাণবন্ত এই আয়োজনটি ওয়ারেন শহরের মনোরম হলমিছ পার্কে শুরু হবে। যেখানে হবিগঞ্জ জেলার প্রবাসীরা পরিবার-পরিজনসহ মিলিত হয়ে কাটাবেন একটি আনন্দঘন দিন।
এই বনভোজনকে কেন্দ্র করে গড়ে উঠেছে এক উৎসবমুখর পরিবেশ। সকাল থেকেই শুরু হবে নানা ধরনের আয়োজন। নারী ও পুরুষদের জন্য থাকবে পৃথক খেলাধুলা, বাচ্চাদের জন্য থাকবে মজার গেমস, আর দিন শেষে অনুষ্ঠিত হবে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। মঞ্চ মাতাবেন প্রবাসী শিল্পীরা।
বনভোজনের অন্যতম আকর্ষণ র‌্যাফেল ড্র-তে থাকছে চমকপ্রদ পুরস্কারের ঝুড়ি। প্রথম পুরস্কার হিসেবে থাকছে একটি স্বর্ণের চেইন। এছাড়াও থাকছে আইফোন ১৬ প্রো ম্যাক্স, ৭৫ ও ৬৫ ইঞ্চি স্মার্ট টেলিভিশন, ল্যাপটপ, অ্যাপল ওয়াচসহ নানা মূল্যবান উপহারসামগ্রী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট কমিউনিটি নেতা ও আইনজীবী এটর্নি মঈন চৌধুরী।
হবিগঞ্জ জেলা এসোসিয়েশনের সভাপতি মো. লুৎফুর রহমান সেলু, সাধারণ সম্পাদক আতাউর রহমান ও প্রচার সম্পাদক জিয়া উদ্দিন আহমদ এক যৌথ বিবৃতিতে বনভোজনে অংশগ্রহণের জন্য এসোসিয়েশনের সকল সদস্য, শুভানুধ্যায়ী ও কমিউনিটি নেতৃবৃন্দকে যথাসময়ে উপস্থিত হয়ে অনুষ্ঠান সফল করার আহ্বান জানিয়েছেন। এ বনভোজন শুধু আনন্দ বিনোদনেরই সুযোগ নয়, বরং এটি হবিগঞ্জ জেলার প্রবাসীদের মাঝে সৌহার্দ্য, সম্প্রীতি ও একাত্মতার বন্ধনকে আরও দৃঢ় করবে বলেই মনে করছেন আয়োজকরা।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com