আইন উপদেষ্টার ঘোষণা : শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়া হয়েছে

মাইলস্টোন কলেজে উত্তেজনা : ভবনে আটকে রয়েছেন দুই উপদেষ্টা

আপলোড সময় : ২২-০৭-২০২৫ ০৩:৫২:৪৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ২২-০৭-২০২৫ ০৩:৫২:৪৮ পূর্বাহ্ন
ঢাকা, ২২ জুলাই :মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের ৬ দফা দাবি সরকার মেনে নিয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে কলেজের ৫ নম্বর ভবনের সামনে উপস্থিত হয়ে সাংবাদিকদের সামনে এ তথ্য জানান তিনি।
শিক্ষার্থীদের ৬য় দফা দাবির মধ্যে রয়েছে— নিহতদের নাম-ঠিকানা প্রকাশ, আহতদের নির্ভুল তালিকা, শিক্ষকদের সঙ্গে অসদাচরণের জন্য নিঃশর্ত ক্ষমা, ক্ষতিপূরণ প্রদান, ঝুঁকিপূর্ণ প্লেন বাতিল, প্রশিক্ষণ পদ্ধতি সংস্কার।
তবে দাবিগুলো মেনে নেওয়ার ঘোষণার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। শিক্ষার্থীরা আইন উপদেষ্টার বক্তব্য প্রত্যাখ্যান করে “ভুয়া ভুয়া” ও “উই ওয়ান্ট জাস্টিস” স্লোগান দিতে থাকেন এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ান। বিক্ষুব্ধ ছাত্ররা পুলিশকে লক্ষ্য করে জুতা ও প্লাস্টিক বোতল নিক্ষেপও করেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ রিপোর্ট লেখা পর্যন্ত (দুপুর ১২টা ৫০ মিনিট), কলেজের ৫ নম্বর ভবনের ভেতরে দুই উপদেষ্টা আটকে রয়েছেন বলে জানা গেছে।
এর আগে সকাল ১০টা থেকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে গোলচত্বরে জড়ো হতে থাকেন শত শত শিক্ষার্থী। বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় তারা বিক্ষোভ শুরু করেন এবং ৬ দফা দাবি উত্থাপন করেন।
শিক্ষার্থীরা তাদের আন্দোলন কর্মসূচি থেকে হুঁশিয়ারি দেন, দুপুর সাড়ে বারোটার মধ্যে সরকারের কোনো প্রতিনিধি উপস্থিত না হলে তারা উত্তরা বিএনএস সেন্টারের সামনে রাস্তা অবরোধ করবেন।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com