
ঢাকা, ২২ জুলাই : শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে অন্তত ৭৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের মধ্যে সামির (১৯) নামের একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৪টা থেকে ৬টার মধ্যে আহত শিক্ষার্থীদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়।
আহতদের ভাষ্য অনুযায়ী, শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে রাজধানীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে বিক্ষোভ করছিলেন। একপর্যায়ে পুলিশ বিক্ষোভে বাধা দিলে সংঘর্ষের সূত্রপাত ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হলে আইনশৃঙ্খলা বাহিনী শিক্ষার্থীদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে।
শিক্ষার্থীরা জানান, সোমবার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের প্রাণহানির পর, গভীর রাতে হঠাৎ করেই এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় কোনো মানবিক বা দায়িত্বশীল অবস্থান নেয়নি বলে অভিযোগ করেন তারা। এ কারণে শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগ দাবি করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, সচিবালয়ের সামনে থেকে ৭৫ জন আহত শিক্ষার্থী হাসপাতালে এসেছেন। তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। একজন শিক্ষার্থীকে ভর্তি করা হয়েছে।
আহতদের ভাষ্য অনুযায়ী, শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে রাজধানীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে বিক্ষোভ করছিলেন। একপর্যায়ে পুলিশ বিক্ষোভে বাধা দিলে সংঘর্ষের সূত্রপাত ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হলে আইনশৃঙ্খলা বাহিনী শিক্ষার্থীদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে।
শিক্ষার্থীরা জানান, সোমবার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের প্রাণহানির পর, গভীর রাতে হঠাৎ করেই এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় কোনো মানবিক বা দায়িত্বশীল অবস্থান নেয়নি বলে অভিযোগ করেন তারা। এ কারণে শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগ দাবি করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, সচিবালয়ের সামনে থেকে ৭৫ জন আহত শিক্ষার্থী হাসপাতালে এসেছেন। তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। একজন শিক্ষার্থীকে ভর্তি করা হয়েছে।