মিশিগানে ঢাকা বিভাগ কল্যাণ সংঘের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

আপলোড সময় : ২৩-০৭-২০২৫ ০১:১৮:৩৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৩-০৭-২০২৫ ০১:১৮:৩৬ পূর্বাহ্ন
রচেস্টার, ২৩ জুলাই : গত রবিবার রচেস্টার মিউনিসিপাল পার্কে অনুষ্ঠিত হলো ঢাকা বিভাগ কল্যাণ সংঘ মিশিগান-এর বার্ষিক বনভোজন। দিনব্যাপী এই আয়োজনে ছিল প্রাণবন্ত পরিবেশ, দেশীয় সংস্কৃতির সমাহার, আর আনন্দঘন মুহূর্তে ভরপুর নানা আয়োজন।
বনভোজনের মূল আকর্ষণ ছিল দেশীয় খেলাধুলা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, র‍্যাফেল ড্র এবং মধ্যাহ্ন ভোজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবাশীষ দাস এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মাহাবুব রাব্বি খান। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এ আয়োজনের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের ঐতিহ্য ও সাংস্কৃতিক ইতিহাস নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া।
সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন আমজান হোসেন, আসমা আখতার শান্তা এবং কাফি খান। অনুষ্ঠান শেষে খেলাধুলা ও লটারিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
বনভোজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হ্যামট্রাম্যাক সিটির কাউন্সিলর প্রার্থী নাইম চৌধুরী, কমিউনিটি ব্যক্তিত্ব শাব্বির খান, বিশিষ্ট ব্যবসায়ী গিয়াস তালুকদার, মিনহাজ রাসেল চৌধুরী, এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এছাড়াও বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি পরিবার বনভোজনে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান সফল করতে যাঁরা সার্বিক সহযোগিতা করেছেন তাঁদের মধ্যে উল্লেখযোগ্য: মোহাম্মদ পিন্টু, তানভির কুরেশী মনির, ডি এম শুভ, হারুনুর রশিদ, ঝিলন তালুকদার, বেলায়েত হোসেন সজল, মোহাম্মদ রাজিব, রুমি খান, মারুক হোসেন, নাজমুল হোসেন অনু এবং ইয়াসিন আল হাবিব।
বনভোজনের আয়োজকদের পক্ষ থেকে অংশগ্রহণকারী অতিথি, স্বেচ্ছাসেবক এবং স্পন্সরদের প্রতি জানানো হয় আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com