মিশিগানে সফলভাবে সম্পন্ন হলো ইহদিনার ক্রিড়া প্রতিযোগিতা 

আপলোড সময় : ২৩-০৭-২০২৫ ০১:১৯:৩১ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৩-০৭-২০২৫ ০১:১৯:৩১ পূর্বাহ্ন
ওয়ারেন, ২৩ জুলাই : মিশিগানে সফলভাবে সম্পন্ন হলো ধর্মীয় ভাবধারায় পরিচালিত সামাজিক সংগঠন ‘ ইহদিনা’র স্পোর্টস ডে। ওয়ারেন শহরের হলমিচ পার্কে দিনব্যাপী চলা এই ক্রীড়া আয়োজনের ইহদিনা পরিবারের সদস্যদের পাশাপাশি স্থানীয় মুসলিম কমিউনিটির বিভিন্ন বয়স ও পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। 
ছোটদের দৌড় প্রতিযোগিতা আর বড়দের ফুটবল, ভলিবল, হাড়ি ভাঙ্গা ও দড়ি টানাটানির প্রতিযোগিতা উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে। আয়োজনের মূল উদ্দেশ্য ছিল শারীরিক সুস্থতা ও মানসিক বিকাশকে উৎসাহিত করা।
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এছাড়া দাওয়াহ সেশনে যুবকদের উদ্দেশ্যে বাংলা ও ইংরেজি ভাষায় কোরআন ও হাদীসের আলোকে অনুপ্রেরণামূলক বার্তা তুলে ধরা হয় ক্রীড়া অনুষ্ঠানে। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয় এবং জামায়াতে মাগরিব নামাজ আদায়ের মধ্যে দিয়ে শেষ হয় ইহদিনার ক্রীড়া উৎসব ।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com