আটলান্টিক সিটিতে প্রাণের আমেজে বাংলাদেশ মেলা

আপলোড সময় : ২৪-০৭-২০২৫ ০২:০০:২৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৪-০৭-২০২৫ ০২:০০:২৩ পূর্বাহ্ন
আটলান্টিক সিটি, ২৪ জুলাই : আটলান্টিক সিটির বুকে গত বাইশ জুলাই, মংগলবার জেগে উঠেছিল একখণ্ড মিনি বাংলাদেশ। বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির উদ্যোগে  সিটির সেন্ড ক্যাসল স্টেডিয়াম এর সম্মুখস্থ সুবিশাল প্রান্তরে অনুষ্ঠিত হলো “বাংলাদেশ মেলা – ২০২৫”। মেলার হরেক আয়োজনের মধ্যে ছিল  কৃতি ছাত্র-ছাত্রী সম্বর্ধনা, গুণীজন সম্মাননা, আইভি লীগ কলেজে ভর্তির যোগ্যতা অর্জনকারী  শিক্ষার্থীকে বৃত্তি প্রদান, দেশীয় দ্রব্য সামগ্রীর বিকিকিনি, দেশীয় খাবারের স্টল, র্যাফেল ড্র, সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলায়  প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিটির মেয়র মার্টি স্মল সিনিয়র। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ষ্টকটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ মোঃ শাহ আলম খান, নিউজার্সি রাজ্যের এসেম্বলিম্যান ডন গার্ডিয়ান সহ মূলধারার নেতৃবৃন্দ ।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশনের পর বেলুন উড়িয়ে ‘বাংলাদেশ মেলা’র শুভ উদ্বোধন করেন অধ্যাপক ডঃ মোঃ শাহ আলম খান। বাংলাদেশ মেলায় একাত্তরের বীর শহীদদের স্মরণে ও মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এসময় বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির  সভাপতি জহিরুল ইসলাম বাবুল, সাধারন সম্পাদক জাকিরুল ইসলাম খোকা, ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান আব্দুর রফিক, বাংলাদেশ মেলার আহবায়ক সিরাজুল ইসলাম, সদস্য সচিব বেলাল হোসেন সহ বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ মেলায় লাইফ টাইম এচিভমেণ্ট পুরস্কার দেওয়া হয় বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব গিয়াস উদ্দীন পাঠানকে। বাংলাদেশ মেলার ব্যতিক্রমী আয়োজন ছিল ‘এলইডি রোবট’ এর অংশগ্রহন। মেলার দর্শকেরা তাদের সাথে নেচে গেয়ে আনন্দ উপভোগ করে।

অনুষ্ঠানে বিএএসজের সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার আহমেদ এর সম্পাদনায় প্রকাশিত ‘উৎসব’  সংকলন এর মোড়ক উন্মোচন করা হয় । বাংলাদেশ মেলায় বিভিন্ন স্টলে দেশীয় পণ্য ও খাবারের স্টলগুলোতে বিকিকিনি ছিল লক্ষ্যণীয়। বাংলাদেশ মেলার অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রবাসের জনপ্রিয় উপস্থাপক এ বুলবুল হাসান।
মেলায় সংগীত পরিবেশন করেন বাংলাদেশের জনপ্রিয় সংগীত শিল্পী  দিনাত জাহান মুন্নি, চন্দ্রা বিশ্বাস, শিব শংকর দাস বাউল, সুজন আরিফ, জয়ন্ত সিনহা, আসিফ আনোয়ার, বিপ্লব হোসেন প্রমুখ। মেলার দর্শকেরা তাদের সাথে নেচে গেয়ে আনন্দ উপভোগ করেন। র্যাফেল ড্রর মাধ্যমে বাংলাদেশ মেলার সমাপ্তি  ঘটে।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com