ডেট্রয়েট ফ্রিওয়েতে দুর্ঘটনায় প্রাণ হারালেন তরুণ চালক

আপলোড সময় : ২৪-০৭-২০২৫ ০১:০৮:৪৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৭-২০২৫ ০১:০৮:৪৩ অপরাহ্ন
ডেট্রয়েট,  ২৪ জুলাই : মিশিগান স্টেট পুলিশ  জানিয়েছে, বুধবার রাতে ডেট্রয়েটের ইন্টারস্টেট ৯৪-এ ভয়াবহ এক গাড়ি দুর্ঘটনায় ২০ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি ডিয়ারবর্নের বাসিন্দা।
বিকট গতিতে কেন্দ্র লেনে গাড়ি চালানোর সময় জংশনের কাছে তার গাড়ি আরেকটি গাড়ির পিছনে ধাক্কা দেয়। ধাক্কা লাগার পর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ডান পাশের বাঁধে উঠে যায়, একটি গাছে আঘাত করে, উল্টে যায় এবং শেষপর্যন্ত গাড়িতে আগুন ধরে যায়।
ডেট্রয়েট ফায়ার ডিপার্টমেন্ট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়, কিন্তু সেখানেই তার মৃত্যু হয়। ঘটনার সাথে জড়িত অন্য কেউ আহত হননি।
MSP সেকেন্ড ডিস্ট্রিক্টের পাবলিক ইনফরমেশন অফিসার ফার্স্ট লেফটেন্যান্ট মাইক শ এক বিবৃতিতে বলেন, "আমাদের সবচেয়ে কঠিন দায়িত্বগুলোর একটি হল কোনো পরিবারের সদস্যকে জানানো যে তাদের প্রিয়জন একটি প্রতিরোধযোগ্য দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। আমরা দেখছি, অতিরিক্ত গতি এই ধরনের ট্র্যাজেডির অন্যতম কারণ হয়ে উঠছে। দয়া করে গতি কমান।”
এর আগে একই দিন সকালে আরেকটি মারাত্মক দুর্ঘটনা ঘটে পশ্চিমমুখী ইন্টারস্টেট ৯৬-এ। সেখানে ডেট্রয়েটের ১৯ বছর বয়সী এক তরুণ ১০০ মাইল প্রতি ঘণ্টার বেশি গতিতে গাড়ি চালানোর সময় মাঝখানের লেনে গিয়ে একটি গাড়িকে ধাক্কা মারেন। এ দুর্ঘটনাতেও প্রাণহানির আশঙ্কা তৈরি হয়।
MSP জানিয়েছে, এ বছর মিশিগান রাজ্যের সড়কে এ পর্যন্ত ৪৯৮ জন নিহত হয়েছেন, যা গত বছরের এই সময়ের তুলনায় ২১ জন কম হলেও উদ্বেগজনক।
Source & Photo: http://detroitnews.com
 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com