হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা

আপলোড সময় : ২৮-০৭-২০২৫ ১১:৫১:৩৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৮-০৭-২০২৫ ১১:৫১:৩৬ পূর্বাহ্ন
হবিগঞ্জ, ২৮ জুলাই : হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে।আজ সোমবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপাচার্য ড. সৈয়দ সামস্ উদ্দিন আহমদ আনুষ্ঠানিকভাবে বাজেট উপস্থাপন করেন।
উপাচার্য জানান, ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটটি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় অনুমোদিত হওয়ার পর তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো। ঘোষিত বাজেটে মোট আয় ধরা হয়েছে ১৬ কোটি ৩৪ লাখ ১৬ হাজার টাকা। এর মধ্যে ১৬ কোটি ৪ লাখ টাকা বিশ্ববিদ্যালয়ের স্বল্পমেয়াদী উন্নয়ন (ইউজিডিপি) প্রকল্পের আওতায় বাংলাদেশ সরকারের রাজস্ব বাজেট থেকে এবং বাকী ৩০ লাখ ১৬ হাজার টাকা অভ্যন্তরীণ উৎস থেকে আসবে বলে জানানো হয়। ব্যয় ধরা হয়েছে মোট ১৬ কোটি ৩৪ লাখ ১৬ হাজার টাকা, যার মধ্যে শিক্ষা উপকরণ খাতে ৫ কোটি ৮৬ লাখ টাকা, শিক্ষার্থী কল্যাণ ও সহায়তা খাতে ২ কোটি ৫০ লাখ টাকা, প্রশিক্ষণ কার্যক্রমে ৫০ লাখ টাকা, ও অন্যান্য খাতে ৭ কোটি ৪৮ লাখ ১৬ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে।
গত বছরের তুলনায় এবারের বাজেটে ৩ কোটি ৬০ লাখ ১৬ হাজার টাকা বা ২৮.২৩ শতাংশ বেড়েছে বলে জানানো হয়। গত অর্থবছরে (২০২৪-২৫) বাজেট ছিল ১২ কোটি ৭৪ লাখ টাকা।
উপাচার্য ড. সৈয়দ সামস্ উদ্দিন আহমদ বলেন, “আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে ধারাবাহিকভাবে ২০২৫-২৬ অর্থবছরের জন্য বিশ্ববিদ্যালয়ের অনুদানভিত্তিক বাজেট উপস্থাপন করা হয়েছে। আমরা বাজেট ঘোষণার সূচনার মাধ্যমে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের জন্য বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি সম্পর্কে স্বচ্ছ ধারণা তৈরি করতে চাই। পাশাপাশি প্রকল্প বাস্তবায়নে ই-গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (e-GP) পদ্ধতি অনুসরণ করে কার্যক্রম সম্পন্ন হচ্ছে।”
বাজেট ঘোষণায় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ট্রেজারার মোঃ বদরুল আমিন এবং হিসাব বিভাগের হিসাবরক্ষক মোবারক খানসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মরত হবিগঞ্জের সাংবাদিকবৃন্দ।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com