মাইলস্টোনের শিক্ষার্থীদের জন্য বাংলা প্রেস ক্লাব মিশিগানের দোয়া মাহফিল

আপলোড সময় : ২৮-০৭-২০২৫ ১১:৫৪:১৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৮-০৭-২০২৫ ১১:৫৪:১৫ পূর্বাহ্ন
ওয়ারেন, ২৮ জুলাই : ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে দোয়া মাহফিল এবং শোক সভা করেছে বাংলা প্রেসক্লাব অব মিশিগান। স্থানীয় সময় (২৭ জুলাই) রোববার বাদ মাগরিব ওয়ারেন শহরের সিডিআর মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রেস ক্লাব সভাপতি সৈয়দ শাহেদুল হকের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্যে রাখেন প্রেস ক্লাব সেক্রেটারি তোফায়েল রেজা সোহেল। বিমান দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের আশু আরোগ্য কামনা করে দরুদ পাঠ এবং বিশেষ মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন মসজিদ-এর ইমাম মাওলানা নেছার উদ্দিন।

ওয়েইন স্টেট কমিউনিটি কলেজের ট্রাস্টি কামাল রহমান, প্রেস ক্লাবের সাবেক সভাপতি শামীম আহসান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালোমনাই অ্যাসোসিয়েশনের সেক্রেটারি লুৎফুর রহমান, এমআইবিএডিসির সেক্রেটারি মাসকুর কাওসার, জালালাবাদ সোসাইটির উপদেষ্টা আলী আকবর খান, প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক সাহেল আহমেদ, ওয়ারেন সিটির কমিশনার সাব্বির খান, গোলাপগঞ্জ হ্যাল্পিং হ্যান্ডস ইউএস-এর সেক্রেটারি মামুন খান, লেখক আজাদ আহমেদ‍সহ অনেকেই বক্তব্যে রাখেন।     
শোক সভায় বক্তারা দুর্ঘটনায় নিহত-আহত পরিবারকে সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান তারা। এছাড়া ঝুঁকিপূর্ণ প্লেন বাতিল, জনবসতি এলাকায় প্রশিক্ষণ পদ্ধতি সংস্কার এবং দ্রুত সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন প্রবাসীরা।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com