
নিউইয়র্ক, ২৮ জুলাই :ম্যানহাটনের পার্ক অ্যাভিনিউতে এক বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামসহ চারজন নিহত হয়েছেন। পরে হামলাকারী নিজেই আত্মঘাতী হন বলে জানায় পুলিশ। বর মার্কিন সংবাদ মাধ্যম সূত্রের।
২৭ বছর বয়সী হামলাকারী শেন ডেভন তামুরা, যিনি লাস ভেগাসের বাসিন্দা, সোমবার সন্ধ্যায় পার্ক অ্যাভিনিউয়ের ৩৪৫ নম্বর ভবনে ঢুকে এ হামলা চালান। সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ভবনের লবিতে পুলিশের সঙ্গে গুলিবিনিময় হয়, এরপর তিনি ভবনের ৩৩ তলায় উঠে যান। পরে ভবনের সিঁড়িতে তার মরদেহ উদ্ধার করা হয়। তার হাতে একটি রাইফেল পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। পার্ক অ্যাভিনিউয়ের ওই ভবনটিতে ন্যাশনাল ফুটবল লিগ (এনএফএল), ইনভেস্টমেন্ট ফার্ম ব্ল্যাকস্টোন এবং জেপি মরগান চেজের অফিস রয়েছে। নিরাপত্তার কারণে এলাকাটি ঘিরে ফেলে পুলিশ। এনওয়াইপিডি ও এফবিআই যৌথভাবে তদন্ত চালাচ্ছে। ‘গান ভায়োলেন্স আর্কাইভ’ বলছে, এটি যুক্তরাষ্ট্রে চলতি বছরের ২৫৪তম গণগুলির ঘটনা।
২৭ বছর বয়সী হামলাকারী শেন ডেভন তামুরা, যিনি লাস ভেগাসের বাসিন্দা, সোমবার সন্ধ্যায় পার্ক অ্যাভিনিউয়ের ৩৪৫ নম্বর ভবনে ঢুকে এ হামলা চালান। সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ভবনের লবিতে পুলিশের সঙ্গে গুলিবিনিময় হয়, এরপর তিনি ভবনের ৩৩ তলায় উঠে যান। পরে ভবনের সিঁড়িতে তার মরদেহ উদ্ধার করা হয়। তার হাতে একটি রাইফেল পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। পার্ক অ্যাভিনিউয়ের ওই ভবনটিতে ন্যাশনাল ফুটবল লিগ (এনএফএল), ইনভেস্টমেন্ট ফার্ম ব্ল্যাকস্টোন এবং জেপি মরগান চেজের অফিস রয়েছে। নিরাপত্তার কারণে এলাকাটি ঘিরে ফেলে পুলিশ। এনওয়াইপিডি ও এফবিআই যৌথভাবে তদন্ত চালাচ্ছে। ‘গান ভায়োলেন্স আর্কাইভ’ বলছে, এটি যুক্তরাষ্ট্রে চলতি বছরের ২৫৪তম গণগুলির ঘটনা।