মিশিগানে বাংলাদেশি আমেরিকান  ফোরামের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আপলোড সময় : ২৯-০৭-২০২৫ ০২:০২:৪০ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৯-০৭-২০২৫ ০২:০২:৪০ পূর্বাহ্ন
ওয়ারেন, ২৯ জুলাই : জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে বাংলাদেশী আমেরিকান ফোরাম মিশিগানের উদ্যোগে গত রোববার স্থানীয় একটি হলে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। 
ফোরামের সভাপতি সাহেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের বৈদেশিক বিষয়ক উপদেষ্টা আ ন ম অহিদ আহমদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সাবেক সদস্য মাওলানা সুহেল আহমদ, মিশিগান বিএনপির সভাপতি দেওয়ান আকমল চৌধুরী, আল ফালাহ মসজিদের ইমাম আব্দুল লতিফ আজম, হ্যামট্রাম্যাক সিটির মেয়র প্রার্থী কাউন্সিলর মুহিত মাহমুদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ) অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ মঈন দিপু। ফোরামের সেক্রেটারী হামিদ খান ও সহকারী সেক্রেটারী ফাহাদ আহমদ এর পরিচালনায় অনুষ্ঠানে মিশিগানের রেনেসাঁ কালচারাল গ্রুপ মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা পরিবেশন করে।
বক্তারা হৃদয়ে বাংলাদেশ, স্মৃতিতে রক্তাক্ত জুলাই কে ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে দেশপ্রেমিক ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী, আধিপত্যবাদ বিরোধী সকল সম্প্রদায়ের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কামাল রহমান, দেলোয়ার আনসার, ফখরুল ইসলাম লয়েস, মাওলানা নেছার উদ্দিন আহমদ, মোহাম্মদ ইদ্রিস আলী, রব্বানী তালুকদার, মইনুল হক, ফরিদ উদ্দিন শিপলু, মাসকুর কাউসার, শাহনেওয়াজ চৌধুরী, আলবি চৌধুরী প্রমূখ।
অনুষ্ঠানে জুলাই আন্দোলনে শহীদ ভাইদের রুহের মাগফেরাত এবং বিগত দিনে ঢাকার মাইলস্টোন স্কুলে নিহত ছাত্র-ছাত্রীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয় দোয়া পরিচালনা করেন মাওলানা রফিকুল ইসলাম।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com