তেলিয়াপাড়া চা বাগানে মাছের পোনা অবমুক্ত ও ঔষধি গাছের চারা রোপণ

আপলোড সময় : ০৪-০৮-২০২৫ ০২:৫৬:৫৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৪-০৮-২০২৫ ০২:৫৬:৫৩ পূর্বাহ্ন
মাধবপুর (হবিগঞ্জ), ৪ আগস্ট : ন্যাশনাল টি কোম্পানি (এনটিসি)-র উদ্যোগে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ঐতিহ্যবাহী তেলিয়াপাড়া চা বাগানে অনুষ্ঠিত হয়েছে মাছের পোনা অবমুক্তকরণ এবং ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ কর্মসূচি। গতকাল শনিবার সকালে এনটিসির চেয়ারম্যান মামুন রশিদ এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এইচ এস এম জিয়াউল আহসান এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে চা বাগানের লেকে বিপুল পরিমাণ রুই, কাতলা, মৃগেল ও ব্রিগেড প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। পরবর্তীতে চা বাগান এলাকায় ফলদ, বনজ, কাঠজাত ও ভেষজ ঔষধি গাছের চারা রোপণ করা হয়। 
এনটিসি চেয়ারম্যান মামুন রশিদ বলেন, এই উদ্যোগের মাধ্যমে একদিকে যেমন মাছ উৎপাদন বাড়বে, তেমনি পরিবেশের ভারসাম্য রক্ষা হবে এবং আমিষের চাহিদা পূরণে সহায়ক হবে। এছাড়াও ভেষজ গাছ ভবিষ্যতে চিকিৎসা প্রয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, লেকের ধারে ফল, বনজ, ঔষধি এবং কাঠের গাছ রোপণ করার ফলে পরিবেশ সৌন্দর্য বৃদ্ধি পাবে, অক্সিজেন সরবরাহ বাড়বে এবং সাধারণ মানুষ ভেষজ গাছ থেকে উপকার পাবে।
এনটিসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এইচ এস এম জিয়াউল আহসান বলেন, আমরা চা বাগানের স্বাভাবিক পরিবেশ রক্ষার পাশাপাশি স্বাস্থ্যসেবা ও পরিবেশবান্ধব ব্যবস্থাপনায় গুরুত্ব দিচ্ছি। এই গাছগুলো বিভিন্ন রোগ নিরাময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং অনেক গাছ ভেষজ চিকিৎসায় ব্যবহৃত হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার পাত্রখলা চা বাগানের এনটিসি’র ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) রফিকুল ইসলাম, তেলিয়াপাড়া চা বাগানের ম্যানেজার দেওয়ান বাহা উদ্দিন আহমেদ লিটন, সাংবাদিকবৃন্দ এবং চা বাগানের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এই পরিবেশবান্ধব উদ্যোগটি শুধু চা বাগানের জীববৈচিত্র্য ও স্বাস্থ্যের উন্নয়নেই নয়, বরং প্রাকৃতিক ভারসাম্য রক্ষা, খাদ্য নিরাপত্তা এবং স্বাস্থ্যসেবার বিকল্প উৎস হিসেবে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com