হবিগঞ্জে ‘পলায়নের বর্ষপূর্তি’তে বিএনপির বিজয় র‌্যালি ও গণসমাবেশ

আপলোড সময় : ০৬-০৮-২০২৫ ১১:৫১:৩৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৬-০৮-২০২৫ ১১:৫১:৩৭ পূর্বাহ্ন
হবিগঞ্জ, ৬ আগস্ট: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে হবিগঞ্জে পালিত হলো শেখ হাসিনার “পলায়নের বর্ষপূর্তি”। এ উপলক্ষে জেলা বিএনপির উদ্যোগে এক বিশাল র‌্যালির আয়োজন করা হয়। বুধবার দুপুরে শহরের কেন্দ্রীয় ঈদগাহ থেকে র‌্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হলেও নেতাকর্মীদের উপস্থিতি ও উৎসাহে কোনো ভাটা পড়েনি। হাজার হাজার মানুষের অংশগ্রহণে র‌্যালিটি একসময় বিশাল জনস্রোতে রূপ নেয়। র‌্যালিতে নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী ফোরামের সহ-সভাপতি অ্যাডভোকেট আমিনুল ইসলাম, বিএনপি নেতা অ্যাডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম, হাজী এনামুল হক, মিজানুর রহমান চৌধুরী, ইসলাম তরফদার তনু, অ্যাডভোকেট মো. এনামুল হক সেলিম, ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ লিংকন, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, গোলাম মাহবুব, যুবদলের সভাপতি জালাল আহমেদ, শফিকুর রহমান সিতু, অ্যাডভোকেট গোলজার খান, রবিউল আলম রবি প্রমুখ।
র‌্যালি শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করায় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনুসকে ধন্যবাদ জানান।
তিনি বলেন, “নির্বাচন ঘনিয়ে আসছে। আমরা জনগণের দল। জনগণের সমর্থন নিয়েই ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করবে। তাই সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে। কোনো ষড়যন্ত্র যেন আমাদের বিভক্ত করতে না পারে, সে জন্য সকলকে সতর্ক থাকতে হবে।”

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com