ক্লিনটন টাউনশিপে বাবার মৃত্যুর ঘটনায় ছেলের বিরুদ্ধে হত্যা ও অবহেলার অভিযোগ

আপলোড সময় : ০৭-০৮-২০২৫ ০১:০৮:৫৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৭-০৮-২০২৫ ০১:০৮:৫৮ পূর্বাহ্ন
মাইকেল স্টার্লিং/Macomb County Prosecutor's Office

ক্লিনটন টাউনশিপ, ৭ আগস্ট :  শয্যাশায়ী বাবার পানিশূন্যতা (ডিহাইড্রেশন) জনিত মৃত্যুর ঘটনায় ক্লিনটন টাউনশিপের এক ব্যক্তির বিরুদ্ধে গুরুতর অভিযোগ গঠন করা হয়েছে। ৫১ বছর বয়সী মাইকেল স্টার্লিংকে বুধবার ম্যাকম্ব কাউন্টির আদালতে হাজির করা হয়। তিনি অনিচ্ছাকৃত হত্যা, দুর্বল প্রাপ্তবয়স্ক নির্যাতন এবং অভ্যাসগত অপরাধী হিসেবে অভিযুক্ত হয়েছেন।
ম্যাকম্ব কাউন্টির প্রসিকিউটর পিটার জে. লুসিডো এক বিবৃতিতে বলেন, “এই মামলায় যে অভিযোগ আনা হয়েছে, তা একজন দুর্বল, বয়স্ক মানুষের করুণ মৃত্যুর দিকে ইঙ্গিত করে। প্রিয়জনের যত্ন নেওয়ার দায়িত্বে থাকা কেউ যদি সেই দায়িত্ব পালনে ব্যর্থ হন, এবং এতে প্রাণহানি ঘটে, তাহলে আমরা বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করি।”
২০২৪ সালের ৩ নভেম্বর, স্থানীয় পুলিশ স্টার্লিংয়ের বাসভবনে পৌঁছায় এক প্রতিবেশীর ফোন পেয়ে। প্রতিবেশী জানান, মাইকেল স্টার্লিংকে সেদি বেশ বিভ্রান্ত ও দিশেহারা মনে হচ্ছিল এবং তিনি ঘরে ঢোকার জন্য সহায়তা চাইছিলেন।
পুলিশ এসে মাইকেলকে বাসার ভিতরে ঢুকতে সাহায্য করে এবং সেখানে ৭৭ বছর বয়সী জেমস স্টার্লিংয়ের নিথর দেহ বিছানায় দেখতে পায়। প্রাথমিকভাবে, মাইকেল জানান যে তিনি তার বাবার 'লিভ-ইন কেয়ারটেকার' হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং একদিন আগেও তার বাবাকে দেখেছেন।
তবে পরে তার বক্তব্য পাল্টে গিয়ে তিনি জানান, তিনি ৩০ অক্টোবর বাসা ছেড়ে যান এবং অন্য কাউকে তার বাবার দেখভালের জন্য দায়িত্ব দেন। কিন্তু সেই ‘অন্য ব্যক্তি’কে পুলিশ খুঁজে পায়নি এবং যে ফোন নম্বরটি মাইকেল দিয়েছিলেন, সেটিও অকার্যকর ছিল। মেডিকেল পরীক্ষক রিপোর্টে দেখা যায়, জেমস স্টার্লিংয়ের মৃত্যু হয়েছে চরম ডিহাইড্রেশনের কারণে এবং ঘটনাটিকে হত্যাকাণ্ড হিসেবে চিহ্নিত করা হয়।
৪১বি জেলা আদালতের ম্যাজিস্ট্রেট রায়ান জেম মাইকেল স্টার্লিংয়ের জন্য ২,৫০,০০০ ডলারের জামিন ধার্য করেছেন। পরবর্তী সম্ভাব্য কারণ শুনানি অনুষ্ঠিত হবে ১৮ আগস্ট সকাল ৮টা ৩০ মিনিটে।
অনলাইন কোর্ট রেকর্ডে দেখা যায়, মাইকেল স্টার্লিংয়ের পক্ষে এখনও কোনো আইনজীবী নিয়োগ করা হয়নি। প্রসিকিউটরের দপ্তর থেকে জানানো হয়েছে, অনিচ্ছাকৃত হত্যা ও প্রাপ্তবয়স্ক নির্যাতনের অভিযোগে সর্বোচ্চ ১৯ বছরের কারাদণ্ড হতে পারে। তবে মাইকেল যেহেতু অভ্যাসগত অপরাধী হিসেবে অভিযুক্ত, তাই তার সাজা আরও দীর্ঘায়িত হতে পারে। কর্তৃপক্ষ আরও জানায়, মাইকেল স্টার্লিং ২০২৪ সালের ১৫ জুলাই একটি ভবনে অবৈধভাবে আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন।
Source & Photo: http://detroitnews.com
 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com