রমজানের আগেই নির্বাচন, ডিসেম্বরে তফসিল : ইসি

আপলোড সময় : ০৭-০৮-২০২৫ ১২:৪৮:১৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৮-২০২৫ ১২:৪৮:১৫ অপরাহ্ন
ঢাকা, ৭ আগস্ট: নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী আগামী ফেব্রুয়ারির মধ্যে রমজান শুরুর আগেই সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন হবে। নির্বাচনের আনুমানিক তফসিল আগামী ডিসেম্বরের প্রথম দিকে ঘোষণা করা হতে পারে। বৃহস্পতিবার (৭ আগস্ট) নির্বাচন ভবনে কমিশনের সভা শেষে তিনি এসব কথা বলেন।
নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ড্রোন ব্যবহারের বিষয়ে কড়া পদক্ষেপ নেওয়া হবে জানিয়ে ইসি সানাউল্লাহ বলেন, ভুল তথ্য, মিথ্যা তথ্য ও বিদ্বেষ ছড়াতে এআই ব্যবহারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে। এআই অপব্যবহার রোধে আচরণবিধিতে বিশেষ বিধান সংযোজিত হয়েছে এবং এ সংক্রান্ত একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে।
তিনি আরও বলেন, কোনো প্রার্থী বা তার এজেন্ট ড্রোন বা কোয়াডকপ্টার ব্যবহার করতে পারবে না; প্রয়োজন হলে নির্বাচন কমিশন নিজেই ড্রোন ব্যবহার করতে পারে।
ভোটের সময় সিসিটিভি ক্যামেরা ব্যবহার এখনও চূড়ান্ত হয়নি জানিয়ে তিনি বলেন, দেশের প্রায় ৪৫ হাজার কেন্দ্রে সিসিটিভি স্থাপন একটি ব্যয়বহুল ও জটিল প্রক্রিয়া। একটি কমিটি বিকল্প ব্যবস্থা খুঁজছে এবং বিদ্যমান ক্যামেরা ব্যবহার কিংবা বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে ভাড়া নেওয়ার প্রস্তাব বিবেচনায় রয়েছে।
অন্যদিকে, আসন্ন নির্বাচনে ১৮ থেকে ২০ লাখ নতুন ভোটার যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান ইসি সানাউল্লাহ। আরপিও সংশোধনের কারণে ৩১ অক্টোবরের মধ্যে বয়স ১৮ পূর্ণ করা নাগরিকরা ভোটার হিসেবে যুক্ত হবেন।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com