সুনামগঞ্জে শিক্ষার্থী ধর্ষণ, ইমাম আটক 

আপলোড সময় : ১১-০৮-২০২৫ ১২:২৭:৪৯ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৮-২০২৫ ১২:২৭:৪৯ অপরাহ্ন
সুনামগঞ্জ, ১১ আগস্ট : দোয়ারাবাজার উপজেলায়  ১০ বছরের শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মসজিদের এক ইমামকে আটক করেছে পুলিশ। সোমবার (১১ আগস্ট) সকালে উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের ইসলামপুর জামে মসজিদে এ ঘটনা ঘটে। আটককৃত ব্যক্তি সুনামগঞ্জ সদর উপজেলার সাফেলা গ্রামের মৌলভী রহমত আলীর ছেলে সাজিদুর রহমান (৪০)। পাশাপাশি তিনি ইসলামপুর জামে মসজিদের ইমাম ও ইসলামপুর কওমি মাদ্রাসার শিক্ষক।
পুলিশ জানায়, ভোরে শিশুটি আরবি পড়তে মসজিদে যায়। সকাল সাড়ে ৭টার দিকে ইমাম সাজিদুর রহমান (৪০) তার কক্ষ ঝাড়ু দিতে শিশুটিকে মসজিদের দোতলায় পাঠান। এসময় তার নির্জন কক্ষে জোরপূর্বক শিশুটির পায়ুপথে তাকে ধর্ষণ করেন লম্পট ইমাম। শিশুটি বাড়ি ফিরে ঘটনাটি তার মাকে জানায়। মা তাৎক্ষনিক দোয়ারাবাজার থানাপু লিশকে বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত ইমাম সাজিদুর রহমানকে আটক করেন।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, খবর পেয়েই ঘটনাস্থল থেকে অভিযুক্ত ইমামকে গ্রেফতার করা হয়েছে। ভিকটিম শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান আছে।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com