দুবাইয়ে সাংবাদিক সাইফুল ইসলামের নতুন বইয়ের মোড়ক উন্মোচন

আপলোড সময় : ১২-০৮-২০২৫ ০১:০৮:০৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ১২-০৮-২০২৫ ০১:০৮:০৫ পূর্বাহ্ন
দুবাই, ১২ আগস্ট : আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের কমার্শিয়াল কাউন্সিলর আশীষ কুমার সরকার বলেছেন, জীবন ও জীবিকার সন্ধানে মানুষ এক দেশ থেকে আরেক দেশে পাড়ি জমায়। প্রবাস জীবনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নানা ব্যস্ততায় কাটলেও, সেই ব্যস্ততার মাঝেও সাহিত্যচর্চা অব্যাহত রাখা নিঃসন্দেহে প্রশংসনীয় দৃষ্টান্ত। এমনই এক উদাহরণ স্থাপন করেছেন প্রবাসী সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদার। শত ব্যস্ততার মাঝেও বই প্রকাশ করা অনেক কষ্টসাধ্য কাজ। সাইফুল ইসলাম তালুকদার ‘এই ধরণীর পথে প্রান্তরে’ বই প্রকাশ করে প্রশংসার দাবিদার। বই হচ্ছে নিঃসঙ্গতার বন্ধু; বই কিনে কখনো কেউ দেউলিয়া হয় না। বই পড়ার অভ্যাস মনের কষ্ট দূর করে এবং দিগন্ত প্রসারিত করে। আমাদের সন্তানদের বই পড়ায় উৎসাহিত করতে হবে।
গত রবিবার (১০ আগস্ট) দুবাই সেলসি হলরুমে অনুষ্ঠিত সংযুক্ত আরব আমিরাত প্রবাসী সাংবাদিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম তালুকদারের নতুন বই “এই ধরণীর পথে প্রান্তরে” প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক কামরুল হাসান জনি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কমিউনিটি নেতা প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন, লেখক ও সংগঠক প্রকৌশলী সরফরাজ খান, কলামিস্ট ও সাংবাদিক আবু ছালেহ, মাওলানা ফজলুল কবির চৌধুরী, সংগঠক সিরাজুল ইসলাম নওয়াব, আজমান বাংলাদেশ সমিতির সদস্য সচিব কামাল হোসেন সুমন, সংগঠক রফিকুল ইসলাম খান, এহসান চৌধুরী, সাংবাদিক নাসিম উদ্দিন আকাশ, সঙ্গীতশিল্পী জাবেদ আহমেদ মাসুম, সাংবাদিক শামছুল রহমান সোহেল, সাংবাদিক ফখরুদ্দিন মুন্না, সরওয়ার উদ্দিন রনি, মামুনুর রশীদ, কবি ওবায়েদুল হক, ফয়েজ উল্লাহ প্রমুখ। অনুষ্ঠানে সাংবাদিক, কবি, লেখক, শিল্প-সাহিত্যপ্রেমীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com