টাসকোলা কাউন্টিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৬

আপলোড সময় : ১৩-০৮-২০২৫ ০১:০২:৫০ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৩-০৮-২০২৫ ০১:০২:৫০ পূর্বাহ্ন
টাসকোলা কাউন্টি, ১৩ আগস্ট : মিশিগানের টাসকোলা কাউন্টিতে মঙ্গলবার বিকেলে ভ্যান ও পিকআপ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ছয়জন নিহত হয়েছেন।
ফ্লিন্টের WJRT-TV-এর তথ্য অনুযায়ী, বিকেল প্রায় ৪:৪৫টার দিকে ফেয়ারগ্রোভ রোড (M-138) দিয়ে পশ্চিমমুখী একটি আমিশ পরিবারের ভ্যান ভাসার রোডে দক্ষিণমুখী একটি পিকআপ ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। দুর্ঘটনায় ভ্যানে থাকা পাঁচজন ও পিকআপে থাকা একজন ঘটনাস্থলেই নিহত হন। আরও তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
টাসকোলা কাউন্টি শেরিফের অফিস ও মিশিগান রাজ্য পুলিশের কাছ থেকে আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। মিশিগান পরিবহন বিভাগ (MDOT) জানিয়েছে, রাত ৯টা ১৭ মিনিটে M-138 মহাসড়কের উভয় দিকের যান চলাচল পুনরায় চালু করা হয়েছে।
Source & Photo: http://detroitnews.com
 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com