কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণে বৈষম্যের প্রতিবাদ

আপলোড সময় : ১৩-০৮-২০২৫ ০১:৪৪:১৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৩-০৮-২০২৫ ০১:৪৪:১৫ পূর্বাহ্ন
মাধবপুর (হবিগঞ্জ) ১৩ আগস্ট : বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন মাধবপুর উপজেলা শাখা সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ দাবিতে মঙ্গলবার মাধবপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া। সভাপতি সাইফুল হক মীর্জা বলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ১৫ জুলাইয়ের সিদ্ধান্ত অনুযায়ী বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে, তবে কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ থেকে বঞ্চিত করা হয়েছে যা বৈষম্যমূলক এবং অগ্রহণযোগ্য। কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের যুগান্তকারী ও সময়োপযোগী অবদানের বিপরীতে, বিপুল সংখ্যক শিক্ষার্থীকে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ থেকে বঞ্চিত করার সিদ্ধান্তটি একটি বৈষম্যমূলক ও দৃষ্টান্তহীন পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
তিনি উল্লেখ করেন, ২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রাথমিক সমাপনী পরীক্ষা এবং ২০২২ সালের বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীরা সফলতা অর্জন করেছে। তাদের সমঅধিকার অক্ষুণ্ণ রাখতে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি গিয়াস উদ্দিন মাহমুদ, আফরোজ আক্তার নিলা, সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ মানিকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com