নির্বাচন ফেব্রুয়ারিতেই, বিলম্বিত করার কোনো শক্তি নেই: প্রেস সচিব

আপলোড সময় : ১৫-০৮-২০২৫ ১২:৫৩:২৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৮-২০২৫ ১২:৫৩:২৩ অপরাহ্ন
ঢাকা, ১৫ আগস্ট: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, জাতীয় নির্বাচন আগামী ফেব্রুয়ারিতেই (২০২৬ সালে) অনুষ্ঠিত হবে এবং এটি বিলম্বিত করার কোনো ক্ষমতা নেই। প্রধান উপদেষ্টার ঘোষণার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন হবে।
শুক্রবার মাগুরায় শহীদ রাব্বি ও শহীদ আল আমিনের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “নির্বাচনের জন্য পুরো জাতি প্রস্তুত। সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান ইতিমধ্যেই প্রস্তুতিমূলক কাজ শুরু করেছে। বর্ষা শেষে পাড়া-মহল্লায় নির্বাচনি আমেজ ছড়িয়ে পড়বে। নির্বাচনের মহোৎসব সবাই দেখতে পাবেন।”
সংস্কার প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে জুলাই চার্টার (সনদ) অনুযায়ী সমঝোতার ভিত্তিতে কাজ এগোচ্ছে। সংস্কার কার্যক্রম দৃশ্যমান এবং তা দ্রুতগতিতে চলছে।
 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com