জন্মাষ্টমীতে সেনাপ্রধানের বার্তা : সম্প্রীতি বজায় রেখে শান্তিতে বসবাস করুন

আপলোড সময় : ১৬-০৮-২০২৫ ১২:০৩:২৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৮-২০২৫ ১২:০৩:২৩ অপরাহ্ন
ঢাকা, ১৬ আগস্ট : জাতীয় জন্মাষ্টমী ২০২৫ উদযাপন অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সকলকে সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দেশে কোনো ধর্ম, জাতি বা গোত্রের মধ্যে ভেদাভেদ থাকবে না এবং সবাই নিশ্চিন্তে বসবাস করতে পারবে। শনিবার বিকেলে রাজধানীর পলাশী মোড়ে সনাতন ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী শোভাযাত্রার উদ্বোধনকালে সেনাপ্রধান এ কথা বলেন। তিনি আরও বলেন, “বাংলাদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টান, পাহাড়ি ও বাঙালি সবাই মিলেমিশে বসবাস করে আসছে। আজকের দিনে আমাদের অঙ্গীকার হবে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখা।”
বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ। আমরা সব ধর্মীয় উৎসব একসঙ্গে উদযাপন করি। আজকের দিনে সকলকে ঐক্য, সম্প্রীতি ও সৌহার্দ্যের শিক্ষা নিতে হবে।”
নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান বলেন, “জন্মাষ্টমী শান্তি, সম্প্রতি ও মানবতার উদাহরণ। শ্রী কৃষ্ণের শিক্ষা আমাদের শান্তি, সাম্য ও মানবতার শিক্ষা দেয়। আজকের মিলনমেলা সামাজিক বন্ধনকে শক্তিশালী করবে।”
শেষে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে তিন বাহিনীর প্রধান জন্মাষ্টমী শোভাযাত্রার শুভ উদ্বোধন ঘোষণা করেন। শোভাযাত্রাটি পলাশী মোড় থেকে শুরু হয়ে বাহাদুরশাহ পার্কে গিয়ে শেষ হবে।
 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com