
মাধবপুর (হবিগঞ্জ), ১৬ আগস্ট : ভবিষ্যতে জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি প্রযুক্তির উন্নয়নে গবেষণা জোরদার করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান। তিনি বলেন, “দেশে ক্রমেই কৃষি জমি হ্রাস পাচ্ছে। খাদ্য নিরাপত্তা বজায় রাখতে কমপক্ষে ৬২ লাখ হেক্টর জমি ধানচাষের আওতায় থাকা জরুরি। নতুন ধানের জাত আবিষ্কার করা হলেও এর সফলতা নির্ভর করছে কৃষকদের সঠিক ব্যবস্থাপনার ওপর।”
শনিবার দুপুরে হবিগঞ্জের মাধবপুর উপজেলার গোপিনাথপুর গ্রামে ব্রি ধান-৯৮ ফসল কর্তন উপলক্ষে আয়োজিত কৃষি সমাবেশে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে জানানো হয়, কৃষকদের পরিশ্রম ও সঠিক ব্যবস্থাপনায় এ মৌসুমে আউশের বাম্পার ফলন হয়েছে।
কৃষি সমাবেশে আরও বক্তব্য দেন হবিগঞ্জ নাগুড়া ধান গবেষণা ইনস্টিটিউট আঞ্চলিক বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হীরেন্দ্র নাথ বর্মণ, হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ উপপরিচালক মো. আখতারুজ্জামান, ধান গবেষণা বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আফসানা আনসারি, মাধবপুর উপজেলা কৃষি কর্মকর্তা সজিব সরকার, ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ ও স্থানীয় কৃষক বধুমিয়া।
শনিবার দুপুরে হবিগঞ্জের মাধবপুর উপজেলার গোপিনাথপুর গ্রামে ব্রি ধান-৯৮ ফসল কর্তন উপলক্ষে আয়োজিত কৃষি সমাবেশে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে জানানো হয়, কৃষকদের পরিশ্রম ও সঠিক ব্যবস্থাপনায় এ মৌসুমে আউশের বাম্পার ফলন হয়েছে।
কৃষি সমাবেশে আরও বক্তব্য দেন হবিগঞ্জ নাগুড়া ধান গবেষণা ইনস্টিটিউট আঞ্চলিক বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হীরেন্দ্র নাথ বর্মণ, হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ উপপরিচালক মো. আখতারুজ্জামান, ধান গবেষণা বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আফসানা আনসারি, মাধবপুর উপজেলা কৃষি কর্মকর্তা সজিব সরকার, ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ ও স্থানীয় কৃষক বধুমিয়া।