বিদেশে বাংলাদেশের মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ

আপলোড সময় : ১৬-০৮-২০২৫ ১১:৫৫:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৮-২০২৫ ১১:৫৫:১৭ অপরাহ্ন
ঢাকা, ১৭ আগস্ট : পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশ দিয়েছে। অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে টেলিফোনে এই নির্দেশনার কথা জানানো হয়েছে।
বিদেশের বিভিন্ন মিশন সূত্রে জানা গেছে, কোনো আনুষ্ঠানিক চিঠি বা ই-মেইল না দিয়ে শুধুমাত্র টেলিফোন কলে এই নির্দেশনা প্রদান করা হয়েছে। মন্ত্রণালয় দায়িত্বপ্রাপ্ত দূতদের নির্দেশ দিয়েছে যে, তারা অন্য মিশনগুলোতেও এই তথ্য জানাবেন এবং ছবির সরানোর বিষয়টি তদারকি করবেন।
দক্ষিণ এশিয়া, আফ্রিকা ও ইউরোপের কয়েকটি মিশনের দূতদের সঙ্গে কথা বলে জানা গেছে, এখনও অনেক মিশন রাষ্ট্রপতির ছবি সরানোর আনুষ্ঠানিক নির্দেশ পাননি। তবে বিদেশের দুটি মিশন প্রধান জানিয়েছেন, তারা সরকারের নির্দেশনা পেয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে এক দায়িত্বশীল কূটনীতিক জানিয়েছেন, ছবি সরানোর নির্দেশনা সরাসরি আনুষ্ঠানিকভাবে দেওয়া হয়নি, বরং অঞ্চলভিত্তিক দূতদের মাধ্যমে টেলিফোনে জানানো হয়েছে। অন্য এক কূটনীতিক জানান, ‘আমাদের অঞ্চলে যে রাষ্ট্রদূতকে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি সরাসরি আমাদের জানাননি। ওনার পক্ষে কাছাকাছি একটি মিশন থেকে একজন রাষ্ট্রদূত আমাদের এই নির্দেশনার ব্যাপারে জানিয়েছেন।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com