রোমুলাসে আই-৯৪ মহাসড়কে গুলি : দুজন আহত, তদন্তে রাজ্য পুলিশ

আপলোড সময় : ২০-০৮-২০২৫ ১২:৫৯:২০ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৮-২০২৫ ১২:৫৯:২০ অপরাহ্ন
রোমুলাস,  ২০ আগস্ট : মঙ্গলবার রাতে ইন্টারস্টেট ৯৪-এ গুলিবর্ষণের ঘটনায় দুইজন আহত হয়েছেন। মিশিগান রাজ্য পুলিশ জানিয়েছে, রাত প্রায় ১১টা ২০ মিনিটে ওয়েন রোডের কাছে পূর্বমুখী আই-৯৪ এ চলন্ত অবস্থায় এক গাড়িকে লক্ষ্য করে গুলি চালানো হয়। আহতরা গাড়ির সামনের সিটে বসা ৩৫ বছর বয়সী চালক ও হার্পার উডসের ২৩ বছর বয়সী যাত্রী। তাদের আঘাত জীবনহানিকর নয়। পিছনের সিটে থাকা দুজন অক্ষত রয়েছেন।
পুলিশ জানিয়েছে, কলকারীর ফোন একাধিকবার বিচ্ছিন্ন হয়ে যায়। পরে ট্রুপাররা টেলর শহরের কোরওয়েল হেলথ হাসপাতালের জরুরি কক্ষ থেকে কলটি শনাক্ত করে সেখানে গিয়ে ভুক্তভোগীদের সাক্ষাৎকার নেয়।
ভুক্তভোগীরা জানান, তারা আই-৯৪ থেকে আই-২৭৫ দক্ষিণমুখী যাচ্ছিলেন। হঠাৎ পাশের গাড়ি থেকে গুলি চালানো হয়।যাত্রী দাবি করেছেন, গুলি চালকের দিক থেকেও এসেছে। এরপর আহত চালক দ্রুত গাড়ি ঘুরিয়ে আই-২৭৫ উত্তরমুখী হয়ে সরাসরি হাসপাতালে যান।
ঘটনার পর ফ্রিওয়ে বন্ধ করে তদন্ত চালায় রাজ্য পুলিশ। “ট্রুপাররা ঘটনাস্থলে প্রমাণ সংগ্রহ ও যাত্রীদের বক্তব্য নিচ্ছেন। কেউ যদি ঘটনাটি দেখে থাকেন, অনুগ্রহ করে 855.MICH.TIP নম্বরে যোগাযোগ করুন,” বলেন রাজ্য পুলিশের সেকেন্ড ডিস্ট্রিক্টের পাবলিক ইনফরমেশন অফিসার ফার্স্ট লেফটেন্যান্ট মাইক শ।
এটি সাম্প্রতিক কয়েকটি মহাসড়কে গুলিবর্ষণের ঘটনার মধ্যে একটি। এর মাত্র ২৪ ঘণ্টা আগে ডেট্রয়েটের আই-৯৬-এ রেডফোর্ড টাউনশিপের এক নারীকে গুলি করা হয়। গত মাসে আই-৯৬-এ দুই পুরুষ গুলিবিদ্ধ হন, জুলাই মাসে আই-৭৫-এ এক নারী আহত হন, আর মে মাসে লজ ফ্রিওয়েতে গুলির ঘটনায় আরও একজন আহত হয়েছিলেন।
Source & Photo: http://detroitnews.com

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com