ডেট্রয়েটে চালু হলো দেশের প্রথম অ্যাপল ম্যানুফ্যাকচারিং একাডেমি

আপলোড সময় : ২১-০৮-২০২৫ ০১:৩৭:৫৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ২১-০৮-২০২৫ ০১:৩৭:৫৮ পূর্বাহ্ন
ল্যারি ক্রকেটের মালিকানাধীন লরেনের প্রিমিয়াম বারবিকিউ সসের একটি নমুনা বোতল/Photo : Jose Juarez, Special To Detroit News.

ডেট্রয়েট, ২১ আগস্ট : এই সপ্তাহে ডেট্রয়েটে চালু হয়েছে অ্যাপল ম্যানুফ্যাকচারিং একাডেমি, যা যুক্তরাষ্ট্রে এ ধরনের প্রথম উদ্যোগ। একাডেমিটির লক্ষ্য হলো ছোট ও মাঝারি ব্যবসার মালিকদের নতুন প্রযুক্তি ব্যবহার করে তাদের উদ্যোগকে সম্প্রসারণে সহায়তা করা।
ডেট্রয়েট শহরের কেন্দ্রস্থলে মিশিগান স্টেট ইউনিভার্সিটি (MSU) ও অ্যাপল ইনকর্পোরেটেডের অংশীদারিত্বে প্রতিষ্ঠিত এই একাডেমিতে অংশ নিচ্ছেন স্থানীয় ব্যবসায়ীরা। লরেন’স প্রিমিয়াম বারবিকিউ সসের স্রষ্টা ও প্রতিষ্ঠাতা ল্যারি ক্রকেট একাডেমির প্রথম দুই দিনের কার্যক্রমে উপস্থিত ছিলেন। তিনি বলেন, “আমি অনেক কিছু শিখেছি। আমি অ্যাপলকে এই প্ল্যাটফর্ম তৈরির জন্য কৃতজ্ঞ, আর সৌভাগ্য যে এটি ডেট্রয়েটেই অবস্থিত।”
এর আগে ২০২১ সালে অ্যাপল ও MSU যৌথভাবে ডেট্রয়েটে ডেভেলপার একাডেমি চালু করেছিল, যেখানে কোডিং, ডিজাইন, উদ্যোক্তা উন্নয়ন ও পেশাগত দক্ষতা শেখানো হয়।
অ্যাপল ম্যানুফ্যাকচারিং একাডেমি নিয়ে একাডেমির পরিচালক সারাহ গ্রেটার বলেন, “MSU-এর অন্যতম লক্ষ্য হলো মানুষের সারাজীবন শেখার সুযোগ তৈরি করা। ছোট ও মাঝারি ব্যবসার সঙ্গে কাজ করা সেই লক্ষ্য পূরণেরই অংশ। বিশেষ করে প্রযুক্তির দ্রুত অগ্রগতির যুগে শেখার ধারাবাহিকতা বজায় রাখা জরুরি।”
গ্রেটার আরও জানান, ডেট্রয়েটে পদচিহ্ন রাখা MSU-এর জন্য গুরুত্বপূর্ণ, কারণ এখানকার নতুন প্রজন্মের উদ্যোক্তা ও ব্যবসায়ীদের প্রশিক্ষণ দিয়ে টেকসই উন্নয়নে সহায়তা করা যাবে।
Source & Photo: http://detroitnews.com
 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com