হবিগঞ্জে মুঘল আমলের মসজিদ ভেঙ্গে পড়ার শঙ্কা, সংস্কারের দাবি

আপলোড সময় : ২১-০৮-২০২৫ ০২:২০:৫২ পূর্বাহ্ন , আপডেট সময় : ২১-০৮-২০২৫ ০২:২০:৫২ পূর্বাহ্ন
হবিগঞ্জ, ২১ আগস্ট : হবিগঞ্জ সদর উপজেলার এড়ালিয়া গ্রামের প্রাচীন মসজিদটি এখন অত্যন্ত জরাজীর্ণ অবস্থায় পৌঁছেছে। মসজিদটির দেয়াল ভেঙে খোসা ঝরে পড়ছে, মিনার দুটি ধ্বসে গেছে এবং বৃষ্টির পানি সরাসরি মসজিদের ভেতরে পড়ছে। বছরের পর বছর ধরে এটি ব্যবহারহীন থাকায় এলাকাবাসী আশঙ্কা করছেন, যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
স্থানীয়রা জেলা প্রশাসকের অনুমতি নিয়ে মসজিদটি নতুন করে নির্মাণ করতে চান। মসজিদটি মুঘল সম্রাটের আমলে প্রায় ৩০০ বছর আগে নির্মিত হয়েছিল। ধর্মপ্রাণ মুসলমানরা এটি নির্মাণ করেছিলেন, কিন্তু দীর্ঘ কয়েক বছর ধরে এখানে কোনো ইবাদত হয়নি। পাশের ছোট মসজিদটি ব্যবহার করার কারণে প্রাচীন মসজিদটি আরও অবহেলিত অবস্থায় পড়ে আছে।
এলাকার বিশিষ্ট মুরুব্বি শহীদুল ইসলাম বলেন, “আমরা আমাদের বাবা ও প্রবীণদের কাছ থেকে শুনেছি, এই মসজিদটি মুঘল সম্রাটের আমলের। এটি আমাদের ঐতিহ্য এবং ধর্মীয় সম্পদ।”
এলাকার মুসল্লীরা দাবি করছেন, প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ভেঙ্গে নতুন করে নির্মাণের অনুমতি প্রদান বা সংরক্ষণের ব্যবস্থা নিক, না হলে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com