মেঘনা নদী থেকে সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ উদ্ধার

আপলোড সময় : ২২-০৮-২০২৫ ১০:১৮:০৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ২২-০৮-২০২৫ ১০:১৮:০৬ পূর্বাহ্ন
ঢাকা, ২২ আগস্ট : সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট বিভুরঞ্জন সরকারের মরদেহ মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদী থেকে উদ্ধার করেছে নৌ পুলিশ। শুক্রবার (২২ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কলাগাছিয়া ও মুন্সীগঞ্জের গজারিয়ার সীমান্তবর্তী চর বলাকি সংলগ্ন নদী থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জের কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) সালেহ আহমেদ পাঠান বলেন, “বিকেলে কলাগাছিয়া এলাকায় মেঘনা নদী থেকে একজন বয়স্ক ব্যক্তির মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। রমনা থানা এলাকা থেকে নিখোঁজ হওয়া সাংবাদিকের ছবির সঙ্গে মরদেহের মিল রয়েছে।”
ডিএমপির বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম জানান, “মেঘনা নদীতে একটি মরদেহ পাওয়া গেছে। আমরা মোটামুটি নিশ্চিত হয়েছি এটি সাংবাদিক বিভুরঞ্জন সরকারের। তার পরিবার শনাক্ত করলে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।”
উল্লেখ্য, বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১০টার দিকে প্রতিদিনের মতো অফিসে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হন বিভুরঞ্জন সরকার। এরপর তিনি আর ফেরেননি এবং অফিসেও পৌঁছাননি। এ সময় তার সঙ্গে মোবাইল ফোনও ছিল না। পরিবার আত্মীয়স্বজন ও বিভিন্ন স্থানে খোঁজ করেও কোনো সন্ধান পায়নি। তার ছেলে ঋত সরকার নিখোঁজ হওয়ার তথ্য জানিয়ে রাতেই রমনা থানায় সাধারণ ডায়েরি করেছিলেন।
৭১ বছর বয়সী বিভুরঞ্জন সরকার দীর্ঘদিন ধরে দৈনিক আজকের পত্রিকা-তে চাকরি করছিলেন। পাশাপাশি বিভিন্ন সংবাদমাধ্যমে নিয়মিত কলাম লিখতেন।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com