অধ্যাপক বরণ কুমার চৌধুরীর মাতা অর্চনা চৌধুরীর পরলোকগমন

আপলোড সময় : ২২-০৮-২০২৫ ১০:৫৫:০১ পূর্বাহ্ন , আপডেট সময় : ২২-০৮-২০২৫ ১০:৫৫:০১ পূর্বাহ্ন
সিলেট, ২২ আগস্ট : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার বৈদ্যপাড়া গ্রামের বিশিষ্ট সমাজসেবক প্রয়াত দিলীপ বড়ুয়ার সহধর্মিণী, বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চলের উপদেষ্টা অধ্যাপক বরণ কুমার চৌধুরী, স্মরণ কুমার চৌধুরী ও সদস্য কাবেরী চৌধুরীর মমতাময়ী মাতা অর্চনা চৌধুরী পরলোক গমন করেছেন।
তিনি শুক্রবার, ২২ আগস্ট সিলেট মহানগরীর একটি প্রাইভেট ক্লিনিকে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।
প্রয়াতার নৈর্বাণিক শান্তি-সুখ কামনা ও পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করে করে বার্তা পাঠিয়েছেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির চেয়ারম্যান চিন্ময় বড়ুয়া রিন্টু, মহাসচিব প্রকৌশলী সীমান্ত বড়ুয়া সিলেট অঞ্চল কমিটি উপদেষ্টা বরনময় চাকমা, তপন কান্তি বড়ুয়া মান্না, সাধন কুমার বড়ুয়া, প্রতিষ্ঠাতা সভাপতি উৎফল বড়ুয়া ও সাধারণ সম্পাদক প্রকৌশলী রানা বড়ুয়া, সভাপতি লিটন বড়ুয়া, সিনিয়র সহ-সভাপতি তপতী বড়ুয়া, অংশু মারমা, সহ-সভাপতি শিমুল মুৎসুদ্দী, সাধারণ সম্পাদক দিলু বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক পলাশ বড়ুয়া, সহ সাংগঠনিক সম্পাদক রত্না বড়ুয়া, অর্থ সম্পাদক সেবু বড়ুয়া, যুব ও ক্রিড়া সম্পাদক সুজন বড়ুয়া, সদস্য শেলু বড়ুয়া, তানিন বড়ুয়া, সেতু বড়ুয়াসহ নেতৃবৃন্দ। এছাড়া চট্টগ্রাম অঞ্চল, ঢাকা অঞ্চল, বোয়ালখালী শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিভিন্ন অঞ্চল কমিটি বার্তা দিয়েছেন।
উল্লেখ প্রয়াতা মাতাকে এবারের বুদ্ধ পূর্ণিমা বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ এর পক্ষ থেকে মাতৃসম্মাননা দেওয়া হয়। প্রয়াতা মাতাকে সিলেট থেকে এম্বুলেন্স যোগে তাঁর নিজ বাড়ি চট্টগ্রাম জেলার বোয়ালখালীর নিজ গ্রাম বৈদ্যপাড়ায় নিয়ে যাওয়া হয়। শুক্রবার ২২ আগস্ট প্রয়াতার শেষকৃত্য অনুষ্ঠান সুসম্পন্ন করা হবে।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com