
নিউজার্সি, ২৩ আগস্ট : আটলান্টিক কাউন্টির প্রবাসী হিন্দুদের উদ্যোগে নিউজার্সি রাজ্যের সাউথ জার্সিতে ২৭ আগস্ট,বুধবার থেকে ২ সেপ্টেম্বর, মংগলবার পর্যন্ত এগ হারবার শহরের ৫৭১, দক্ষিন পোমনাতে অবস্থিত বৈকুণ্ঠ হিন্দু জৈন মন্দিরে ‘গনেশ চতুর্থী উৎসব’ এর আয়োজন করা হয়েছে।
‘ধর্ম যার যার, উৎসব সবার’ এই আপ্তবাক্য অন্তরে ধারন করে বিগত বছরগুলোর সাফল্যের ধারাবাহিকতায় এবারও বর্ণাঢ্য আয়োজনে সাত দিন ব্যাপী “গনেশ চতুর্থী উৎসব” অনুষ্ঠিত হবে।
গনেশ চতুর্থী উৎসবের বর্ণাঢ্য আয়োজনের মধ্যে রয়েছে গনেশ পুজো, আরতি, ভজন- কীর্তন পরিবেশন, শিশু-কিশোরদের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান, কীর্তন মেলা, সংগীত রজনী, গর্বা ও ডান্ডিয়া অনুষ্ঠান, প্রসাদ বিতরণ ইত্যাদি।
আগামী ২৮ আগস্ট বৃহস্পতিবার রাতে সংগীত রজনীতে ইন্ডিয়ান আইডল খ্যাত সংগীত শিল্পী কুনাল পণ্ডিত ও বিভোর পারাসর সংগীত পরিবেশন করবেন। সাত দিনব্যাপী গনেশ চতুর্থী উৎসবে বিভিন্ন কমিউনিটির কয়েক হাজার ধর্মানুরাগী অংশগ্রহন করবেন বলে আয়োজকরা আশা প্রকাশ করছেন।
গনেশ চতুর্থী উৎসবে সপরিবারে অংশগ্রহন করে তা সফল করার জন্য কমিউনিটি ব্যক্তিত্ব সুমন মজুমদার, দীপক শাহ, রকি মাকাডিয়া, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী, শান্তনু সরকার, মনোজিত সাহা সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন।
‘ধর্ম যার যার, উৎসব সবার’ এই আপ্তবাক্য অন্তরে ধারন করে বিগত বছরগুলোর সাফল্যের ধারাবাহিকতায় এবারও বর্ণাঢ্য আয়োজনে সাত দিন ব্যাপী “গনেশ চতুর্থী উৎসব” অনুষ্ঠিত হবে।
গনেশ চতুর্থী উৎসবের বর্ণাঢ্য আয়োজনের মধ্যে রয়েছে গনেশ পুজো, আরতি, ভজন- কীর্তন পরিবেশন, শিশু-কিশোরদের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান, কীর্তন মেলা, সংগীত রজনী, গর্বা ও ডান্ডিয়া অনুষ্ঠান, প্রসাদ বিতরণ ইত্যাদি।
আগামী ২৮ আগস্ট বৃহস্পতিবার রাতে সংগীত রজনীতে ইন্ডিয়ান আইডল খ্যাত সংগীত শিল্পী কুনাল পণ্ডিত ও বিভোর পারাসর সংগীত পরিবেশন করবেন। সাত দিনব্যাপী গনেশ চতুর্থী উৎসবে বিভিন্ন কমিউনিটির কয়েক হাজার ধর্মানুরাগী অংশগ্রহন করবেন বলে আয়োজকরা আশা প্রকাশ করছেন।
গনেশ চতুর্থী উৎসবে সপরিবারে অংশগ্রহন করে তা সফল করার জন্য কমিউনিটি ব্যক্তিত্ব সুমন মজুমদার, দীপক শাহ, রকি মাকাডিয়া, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী, শান্তনু সরকার, মনোজিত সাহা সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন।