হাসপাতালে গুলি করে প্রাক্তন স্ত্রীকে  হত্যা, অবশেষে পুলিশের জালে মারিও গ্রিন

আপলোড সময় : ২৩-০৮-২০২৫ ১২:১৬:৪১ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০৮-২০২৫ ১২:১৬:৪১ অপরাহ্ন
ডেট্রয়েট, ২৩ আগস্ট : হেনরি ফোর্ড হাসপাতালের ভেতরে প্রাণঘাতী গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত ব্যক্তি মারিও গ্রিনকে (৫৩) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সকালে প্রাক্তন স্ত্রী ও হাসপাতালের কর্মচারী ল্যাট্রিসিয়া গ্রিনকে গুলি করে হত্যার পর থেকে তিনি পলাতক ছিলেন।
ডেট্রয়েট পুলিশ প্রধান টড বেটিসন জানান, গ্রিনকে শনিবার ভোরে লেমে স্ট্রিটের ৫২০০ ব্লক থেকে কোনো ঘটনার সৃষ্টি না করেই হেফাজতে নেওয়া হয়। “আমাদের অফিসাররা রাস্তার এই দানবকে ধরতে অক্লান্ত পরিশ্রম করেছেন,”—বলেন বেটিসন।
পুলিশ জানায়, শুক্রবার সকাল ৯টা ৫৫ মিনিটের দিকে হাসপাতালের প্রধান ক্যাম্পাসের বেসমেন্টে ল্যাট্রিসিয়ার সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন গ্রিন। একপর্যায়ে তিনি হ্যান্ডগান বের করে একাধিক গুলি চালান। এতে ল্যাট্রিসিয়া ঘটনাস্থলেই নিহত হন। এরপর গ্রিন সাদা রঙের ২০১১ ডজ চার্জার (লাইসেন্স প্লেট: DXC ৭০৬৭) গাড়ি চালিয়ে পালিয়ে যান। পরে গাড়িটি ডেট্রয়েটে লাহসার ও ট্রয় স্ট্রিটের কোণায় ফেলে রাখা অবস্থায় উদ্ধার করা হয়।

নিহত ল্যাট্রিসিয়া গ্রিন (বামে) গ্রেফতারকৃত মারিও গ্রিন (ডানে)
গুলির ঘটনার পরপরই হাসপাতালটি লকডাউন করা হয় এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। এক ঘন্টার মধ্যে হাসপাতালে যাওয়ার রাস্তা বন্ধ করে কয়েক ডজন পুলিশ গাড়ি, অ্যাম্বুলেন্স এবং একটি হেলিকপ্টার মোতায়েন করা হয়।
ডেট্রয়েট পুলিশ, মিশিগান স্টেট পুলিশ, এফবিআই, ওয়েন কাউন্টি শেরিফ অফিসসহ বিভিন্ন সংস্থা অভিযানে অংশ নেয়। সন্দেহভাজনের অবস্থান শনাক্ত করতে জনগণের সহযোগিতাকেও গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রিনের অপরাধের ইতিহাস দীর্ঘ। প্রবেশন লঙ্ঘন, শিশু ভরণপোষণ দিতে ব্যর্থতা, অগ্নিসংযোগসহ নানা অভিযোগে তার বিরুদ্ধে একাধিক দণ্ডের রেকর্ড রয়েছে।
বেটিসন বলেন, “মিস ল্যাট্রিসিয়া গ্রিনের সঙ্গে যা ঘটেছে, তা কোনো মানুষ প্রাপ্য নয়। আমার হৃদয় ও প্রার্থনা তার পরিবারের সঙ্গে আছে।”
এদিকে, শুক্রবার ভোরে হাসপাতাল থেকে প্রায় চার ব্লক দূরে লিনউড ও ওয়েস্ট গ্র্যান্ডের কাছে ড্রাইভ-বাই গুলিতে একজন নিহত এবং একজন আহত হন। তবে এ ঘটনার সঙ্গে হাসপাতালের গুলিবর্ষণের কোনো যোগসূত্র নেই বলে পুলিশ জানিয়েছে।
Source & Photo: http://detroitnews.com
 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com