চুনারুঘাটে বিনামূল্যে দিনব্যাপী চক্ষু শিবির অনুষ্ঠিত

আপলোড সময় : ২৪-০৮-২০২৫ ০৩:২৪:৩৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৪-০৮-২০২৫ ০৩:২৪:৩৩ পূর্বাহ্ন
লন্ডন, ২৩ আগস্ট :গতকাল শনিবার হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ২নং আহম্মদাবাদ ইউনিয়নের শুকদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে “এ.কে. ফাউন্ডেশন”-এর উদ্যোগে গরিব ও অসহায় চক্ষুরোগীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে দিনব্যাপী চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে সহযোগী সংগঠন হিসেবে অংশ নিয়েছিল ডুলনা ইয়াং স্টার সোসাইটি ও ইসলামিক একতাবদ্ধ যুব সংঘ, গাদিশাল-গেড়ারুক।
ডুলনা ইয়াং স্টার সোসাইটির প্রধান উপদেষ্টা ও এ কে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, যুক্তরাজ‍্য প্রবাসী, কমিউনিটি ব্যক্তিত্ব ব্যারিষ্টার আশরাফুল আলম চৌধুরীর সার্বিক সহযোগিতায় উক্ত চক্ষু শিবির অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ.কে. ফাউন্ডেশনের সভাপতি আবুল খায়ের চৌধুরী। ডুলনা ইয়াং স্টার সোসাইটির সভাপতি ইস্তিহাক আহমেদ চৌধুরী লিমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ ফারুক মিয়া। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ ডায়াবেটিক ও জেনারেল হাসপাতালের বিশেষজ্ঞ ডা. মোঃ ওয়াহিদুল ইসলাম, শুকদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক, গেড়ারুক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন, আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হাসান শামীম, চুনারুঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা আজাদ তালুকদার, ইসলামিক একতাবদ্ধ যুব সংঘ গাদিশাল-গেড়ারুকের সভাপতি নাজমুল হাসান তাহিদ, সাধারণ সম্পাদক সুজন আহমেদ ও শেখ সুমনসহ অন্যান্য নেতৃবৃন্দ।।
সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ৬ জন অভিজ্ঞ চিকিৎসক প্রায় ১২০০ সুবিধাবঞ্চিত রোগীর চিকিৎসা সেবা প্রদান করেন। এর মধ্যে ৫ জন চক্ষু বিশেষজ্ঞ রোগীদের চিকিৎসা দেন, এবং একজন সাধারণ মেডিসিন ও ডায়াবেটিক রোগীদের সেবা প্রদান করেন। রোগীদের প্রাথমিকভাবে ঔষধ, চশমা ও ড্রপ সরবরাহ করা হয়। পরীক্ষার পর ৭২ জন রোগীকে অপারেশনের জন্য মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালে পাঠানো হয়।
এ পর্যন্ত এ সংগঠনের উদ্যোগে প্রায় ৩৫০০ রোগী চিকিৎসা সেবা পেয়েছেন এবং ২৩০-এর অধিক দরিদ্র গ্রামীণ রোগীর সফল ক্যাটারাক্ট (SICS) অপারেশন ও লেন্স স্থাপন সম্পন্ন হয়েছে।
 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com