কাউন্সিল ঘোষণায় তারেক রহমানকে অভিনন্দন

হবিগঞ্জে বিএনপির আনন্দ মিছিল

আপলোড সময় : ২৬-০৮-২০২৫ ১০:৩৯:৪৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৬-০৮-২০২৫ ১০:৩৯:৪৯ পূর্বাহ্ন
হবিগঞ্জ, ২৬ আগস্ট : হবিগঞ্জ জেলা বিএনপির কাউন্সিল ও সম্মেলন আগামী ৬ সেপ্টেম্বর (শনিবার) অনুষ্ঠিত হবে। এই ঘোষণাকে ঘিরে আজ মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে হবিগঞ্জে এক আনন্দ মিছিল বের করা হয়। জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত এ মিছিলটি হবিগঞ্জ পৌরসভা মাঠ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। মিছিলে অংশগ্রহণকারীরা আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে শ্লোগান দেন এবং কাউন্সিল ও সম্মেলন সফলভাবে সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করেন।
মিছিল শুরু আগে জেলা বিএনপির নেতা মিজানুর রহমান মিজান, হাজী এনাম, এডভোকেট এনামুল হক, বেলাল আহমেদ, আজিজুল রহমান কাজল, যুবদল সভাপতি জালাল আহমেদ, ছাত্রদল সভাপতি শাহ রাজিব আহমেদ লিংকন, যুবদলের সদস্য সচিব শফিকুর রহমান সিতু ও পৌর বিএনপি সভাপতি তাজুল ইসলাম চৌধুরী ফরিদসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
নেতৃবৃন্দরা তাদের বক্তব্যে বলেন, বিএনপির আসন্ন কাউন্সিল ও সম্মেলন সফল ও সার্থক করতে সব স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা অভিযোগ করে বলেন, এখনও দলের ভেতরে কিছু মানুষ আওয়ামী লীগের মতো ষড়যন্ত্র চালাচ্ছে এবং সম্মেলন বানচালের চেষ্টা করছে। তবে রাজপথেই তাদের জবাব দেওয়া হবে।
বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কোনো অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না। অতীতে যেমন স্বৈরাচার বিরোধী আন্দোলনে হবিগঞ্জের মানুষ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলেছিল, এবারও একইভাবে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা করা হবে। নেতারা আরও বলেন, “কে রাজপথে ছিল, কে নির্যাতিত হয়েছিল, কে দলের বিপদে-আপদে পাশে দাঁড়িয়েছে—সেটা নেতাকর্মীরা জানেন। অনিয়মের অজুহাতে কাউন্সিল বানচালের অপচেষ্টা ব্যর্থ হবে।”

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com