হবিগঞ্জে শিশু মাদ্রাসা শিক্ষার্থীর ছুরিকাঘাতে আরেক শিশু খুন

আপলোড সময় : ২৬-০৮-২০২৫ ১০:৫৪:২৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৬-০৮-২০২৫ ১০:৫৪:২৮ পূর্বাহ্ন
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক মাদ্রাসা শিক্ষার্থীর ছুরিকাঘাতে অপর শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ইটাখোলা গ্রামে অবস্থিত আলহাজ ইয়াসমিন ফয়সল দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদ্রাসার রান্নাঘরের পাশে মো. এহসানুল হক নাবিল (১৩) ও মোহাম্মদ আশরাফুল ইসলাম রাফি (৮)-এর মধ্যে জুতা ছুড়ে ফেলার ঘটনাকে কেন্দ্র করে তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে নাবিল রান্নাঘরে রাখা ছুরি দিয়ে রাফিকে বেশ কয়েকবার আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত আশরাফুল ইসলাম রাফি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাপরতলা গ্রামের আমিনুল ইসলামের ছেলে। অপরদিকে অভিযুক্ত নাবিল মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের শাহপুর গ্রামের মো. হেলাল মিয়ার ছেলে।
খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত নাবিলকে আটক করা হয়েছে এবং নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com