
নিউ জার্সি, ২৬ আগস্ট : আসন্ন আটলান্টিক সিটি কাউন্সিলের নির্বাচনে কাউন্সিল এট লার্জ পদে প্রতিদ্বন্দ্বিতাকারী বাংলাদেশি আমেরিকান সোহেল আহমদ ও আটলান্টিক সিটি স্কুল বোর্ড নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী সুব্রত চৌধুরী সহ টিম স্মলের সমর্থনে প্রবাসী বাংলাদেশিদের এক নির্বাচনী সভা গতকাল সোমবার রাতে বাংলাদেশ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। সভায় বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সি, বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টি, বেংগল ক্লাবের নেতৃবৃন্দ সহ কমিউনিটি নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।
বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির সভাপতি শহীদ খান, জাকিরুল ইসলাম খোকা, সোহেল আহমদ, আব্দুর রফিক, ফেরদৌস আহমেদ, আবদুল কুদ্দুস মাখন, আহসান হাবিব, মোঃ শাহরিয়ার আহমেদ,ফরহাদ সিদ্দীক, সৈয়দ শহীদ, শাহারু চৌধুরী,কাজল সরকার, আলী চৌধুরী, হেলাল হাসান, রেজাউল ইসলাম খালিদ, কুতুবউদ্দীন এমরান, সোহাগ করিম, বেলাল উদ্দীন, আনজুম জিয়া, সুব্রত চৌধুরী প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ঐক্যবদ্ধভাবে নির্বাচনী প্রচারের মাধ্যমে সোহেল আহমেদ ও সুব্রত চৌধুরী সহ টিম স্মলের পক্ষে আটলান্টিক সিটিতে জনজোয়ার সৃষ্টি করতে হবে । এই জনজোয়ারকে কাজে লাগিয়ে আগামী চার নভেম্বর, মংগলবারের নির্বাচনে টিম স্মলের বিজয় ছিনিয়ে আনতে হবে।
বক্তারা আগামী চার নভেম্বর, মংগলবার অনুষ্ঠিতব্য নির্বাচনে সোহেল আহমদ ও সুব্রত চৌধুরী সহ ডেমোক্র্যাট দলের প্রার্থীদের সবাইকে ভোট দিয়ে জয়ী করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।
সোহেল আহমদ ও সুব্রত চৌধুরী তাদের বক্তব্যে টিম স্মল ও ডেমোক্র্যাট দলের প্রার্থীদের “বি কলাম”এ ভোট দিয়ে বিজয়ী করার জন্য প্রবাসী বাংলাদেশি ভোটার সহ অন্যান্য কমিউনিটির ভোটারদের প্রতি আহবান জানিয়েছেন ।
সোহেল আহমদ ও সুব্রত চৌধুরী সহ টিম স্মল ও ডেমোক্র্যাট দলের প্রার্থীদের বিজয়ী করার লক্ষ্যে কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে গঠিত একটি নির্বাচন পরিচালনা কমিটি ইতোমধ্যে প্রচারাভিযান শুরু করেছে ।
উল্লেখ্য, টিম স্মলের প্যানেল থেকে মেয়র পদে বর্তমান মেয়র মার্টি স্মল সিনিয়র, কাউন্সিল এট লারজ পদে প্যাটিসিয়া বেইলি, ষ্টিফেনি মার্শাল ও সোহেল আহমেদ এবং আটলান্টিক সিটি স্কুল বোর্ড নির্বাচনে সুব্রত চৌধুরী, ক্যাশওয়ান ম্যাকিনলে ও হালিশা ব্রিজারস প্রতিদ্বন্দ্বীতা করছেন।
বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির সভাপতি শহীদ খান, জাকিরুল ইসলাম খোকা, সোহেল আহমদ, আব্দুর রফিক, ফেরদৌস আহমেদ, আবদুল কুদ্দুস মাখন, আহসান হাবিব, মোঃ শাহরিয়ার আহমেদ,ফরহাদ সিদ্দীক, সৈয়দ শহীদ, শাহারু চৌধুরী,কাজল সরকার, আলী চৌধুরী, হেলাল হাসান, রেজাউল ইসলাম খালিদ, কুতুবউদ্দীন এমরান, সোহাগ করিম, বেলাল উদ্দীন, আনজুম জিয়া, সুব্রত চৌধুরী প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ঐক্যবদ্ধভাবে নির্বাচনী প্রচারের মাধ্যমে সোহেল আহমেদ ও সুব্রত চৌধুরী সহ টিম স্মলের পক্ষে আটলান্টিক সিটিতে জনজোয়ার সৃষ্টি করতে হবে । এই জনজোয়ারকে কাজে লাগিয়ে আগামী চার নভেম্বর, মংগলবারের নির্বাচনে টিম স্মলের বিজয় ছিনিয়ে আনতে হবে।
বক্তারা আগামী চার নভেম্বর, মংগলবার অনুষ্ঠিতব্য নির্বাচনে সোহেল আহমদ ও সুব্রত চৌধুরী সহ ডেমোক্র্যাট দলের প্রার্থীদের সবাইকে ভোট দিয়ে জয়ী করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।
সোহেল আহমদ ও সুব্রত চৌধুরী তাদের বক্তব্যে টিম স্মল ও ডেমোক্র্যাট দলের প্রার্থীদের “বি কলাম”এ ভোট দিয়ে বিজয়ী করার জন্য প্রবাসী বাংলাদেশি ভোটার সহ অন্যান্য কমিউনিটির ভোটারদের প্রতি আহবান জানিয়েছেন ।
সোহেল আহমদ ও সুব্রত চৌধুরী সহ টিম স্মল ও ডেমোক্র্যাট দলের প্রার্থীদের বিজয়ী করার লক্ষ্যে কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে গঠিত একটি নির্বাচন পরিচালনা কমিটি ইতোমধ্যে প্রচারাভিযান শুরু করেছে ।
উল্লেখ্য, টিম স্মলের প্যানেল থেকে মেয়র পদে বর্তমান মেয়র মার্টি স্মল সিনিয়র, কাউন্সিল এট লারজ পদে প্যাটিসিয়া বেইলি, ষ্টিফেনি মার্শাল ও সোহেল আহমেদ এবং আটলান্টিক সিটি স্কুল বোর্ড নির্বাচনে সুব্রত চৌধুরী, ক্যাশওয়ান ম্যাকিনলে ও হালিশা ব্রিজারস প্রতিদ্বন্দ্বীতা করছেন।