বিএনপি উপদেষ্টা ফজলুর রহমানের পদ স্থগিত

আপলোড সময় : ২৬-০৮-২০২৫ ১১:২০:৩৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৬-০৮-২০২৫ ১১:২০:৩৮ পূর্বাহ্ন
ঢাকা, ২৬ আগস্ট : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের দলীয় প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের পদ তিন মাসের জন্য স্থগিত করেছে দলটি। মঙ্গলবার (২৬ আগস্ট) বিএনপির পক্ষ থেকে পাঠানো এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিএনপি সূত্রে জানা যায়, ফজলুর রহমানকে ২৪ আগস্ট কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। তিনি লিখিত জবাব না দিয়ে সময় বৃদ্ধির আবেদন করলে ২৫ আগস্ট আরও ২৪ ঘণ্টা সময় বাড়ানো হয়। তবে ২৬ আগস্ট জমা দেওয়া তার জবাবকে দল সন্তোষজনক মনে করেনি।
চিঠিতে বলা হয়েছে, বীর মুক্তিযোদ্ধা হিসেবে মুক্তিযুদ্ধে অবদানের কথা বিবেচনায় কঠোর শাস্তি না দিয়ে আপাতত তিন মাসের জন্য তার পদ স্থগিত রাখা হলো। একইসঙ্গে তাকে সতর্ক করে জানানো হয়েছে, ভবিষ্যতে টকশো বা সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য দেওয়ার সময় দেশের মর্যাদা, দলের নীতিমালা ও জনগণের ধর্মীয় অনুভূতি যেন কোনোভাবে ক্ষুণ্ণ না হয়, সেদিকে সচেতন থাকতে হবে।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com