মাধবপুর থানার ওসি সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ নির্বাচিত

আপলোড সময় : ২৬-০৮-২০২৫ ১২:২৮:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০৮-২০২৫ ১২:২৮:১৪ অপরাহ্ন
মাধবপুর (হবিগঞ্জ), ২৬ আগস্ট: হবিগঞ্জ জেলার মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সহিদ-উল্যা আইন শৃংখলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ অবদানের জন্য সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন।
অঅজ মঙ্গলবার সকালে সিলেট রেঞ্জ অফিসে সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ মুশফেকুর রহমান তাকে ক্রেস্ট ও সম্মাননা তুলে দেন। এ সময় হবিগঞ্জের পুলিশ সুপার এ.এম.এন. সাজিদুর রহমানসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ওসি মোহাম্মদ সহিদ-উল্যা বলেন, এই স্বীকৃতি আমার জন্য গর্বের বিষয়। এটি কেবল আমার নয়, পুরো মাধবপুর থানা টিমের। আমরা ভবিষ্যতেও আইন শৃংখলা বজায় রাখতে এবং জনগণের সেবা দিতে সর্বোচ্চ চেষ্টা চালাব।
হবিগঞ্জের পুলিশ সুপার এ.এম.এন. সাজিদুর রহমানও ওসির প্রশংসা করে বলেন, ওসি সহিদ-উল্যার নেতৃত্বে মাধবপুর থানায় আইন শৃংখলা দৃঢ় হয়েছে। তার এই স্বীকৃতি সম্পূর্ণভাবে যোগ্য।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com