সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি সভা 

আপলোড সময় : ২৭-০৮-২০২৫ ০২:৩১:৩১ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৭-০৮-২০২৫ ০২:৩১:৩১ পূর্বাহ্ন
চট্টগ্রাম, ২৭ আগস্ট : দেশের সেবামূলক ও মানবিক সংগঠন সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন-এর আয়োজনে চট্টগ্রাম বিভাগে বিভিন্ন কর্মসূচি সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল ৫ টায় নগরের ভূইয়া গলির অস্থায়ী কার্যালয়ে সভার সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো: শহিদুল ইসলাম।
সাংগঠনিক সম্পাদক স. ম. জিয়াউর রহমান সঞ্চালনায় বক্তব্য রাখেন মোস্তফা আলম মাসুম, ফারুক চৌধুরী, ফারহানা আফরোজ, আকতার হোসেন নিজামী, লায়ন মো: মাহতাব উদ্দিন, মো: মাসুদ রানা, মো: হাদিউল ইসলাম শাহরিয়ার, আসিফ ইকবাল প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ফাউন্ডেশন ইতোমধ্যে সারাদেশে মানবিক ও সেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের কাছে সুপরিচিত। এর ধারাবাহিক কার্যক্রম প্রশংসিত ও আলোচিত। তারা আরও উল্লেখ করেন, সিলেট আধ্যাত্মিক রাজধানী আর চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত, এবং উভয় বিভাগের মানুষের মধ্যে সুদৃঢ় সম্পর্ক গড়ে তুলতে ফাউন্ডেশনের ভূমিকা গুরুত্বপূর্ণ।
আয়োজনের মূল অংশ হবে আগামী ২৮ আগস্ট বিকাল ৫ টায় নগরের মোমিন রোড চেরাগি গলির মুখে ব্রাক ব্যাংক ভবনের হায়দার আলী চৌধুরী হলে “কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ট্যুরিজম ও উদ্যোক্তা বিষয়ক মতবিনিময় সভা” এবং ২৯ আগস্ট হযরত শাহ আমানত (রহ:) এর মাজার শরীফে সাবেক সচিব ও সংগঠনের স্থায়ী পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিন আহমেদ-এর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও রাঙ্গামাটি জেলার নানিয়ারচর ও লংগদু উপ‌জেলার বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com