১৯৮৪ সালের কোল্ড কেস হত্যাকাণ্ডে অভিযুক্ত ফ্লোরিডার যৌন অপরাধী

আপলোড সময় : ২৮-০৮-২০২৫ ০১:৪৮:৫১ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৮-০৮-২০২৫ ০১:৪৮:৫১ পূর্বাহ্ন
লিওনার্ড হুগাল/Florida Department of Corrections এবং কেলি জিন/National Missing and Unidentified Persons System, or NamUS, said.

জ্যাকসন কাউন্টি, ২৮ আগস্ট : ১৯৮৪ সালে সৎ মেয়েকে হত্যার অভিযোগে ফ্লোরিডার এক যৌন অপরাধীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। জ্যাকসন কাউন্টি প্রসিকিউটর অফিস জানিয়েছে, লিওনার্ড হুগালের (৭৪) বিরুদ্ধে প্রথম-ডিগ্রি হত্যা ও দ্বিতীয়-ডিগ্রি হত্যার অভিযোগ গঠন করা হয়েছে। বুধবার তাকে আদালতে হাজির করা হয় এবং বর্তমানে তিনি জামিন ছাড়াই জ্যাকসন কাউন্টি কারাগারে রয়েছেন। আগামী ৫ সেপ্টেম্বর দুপুর ১টায় সম্ভাব্য কারণ সম্মেলন নির্ধারিত রয়েছে।
কেলি জিন হ্যারিস নামের ১৩ বছরের কিশোরীকে ১৯৮৪ সালের ১০ আগস্ট সামিট টাউনশিপে নিজের বাড়িতে সর্বশেষ দেখা গিয়েছিল। একই দিনে তার সাইকেলটি বাড়ি থেকে কয়েক মাইল দূরে একটি পার্কে পাওয়া যায়। ১৯৯৩ সালে যৌন নিপীড়ন ও সশস্ত্র ডাকাতির দায়ে দোষী সাব্যস্ত হয়ে ৩২ বছর ফ্লোরিডার কারাগারে ছিলেন হুগাল। সেখানেই তিনি কেলি জিনকে হত্যার কথা স্বীকার করেন।
জ্যাকসন কাউন্টি শেরিফ গ্যারি স্কুয়েট বলেন, “সময় আমাদের সংকল্পকে থামাতে পারে না। এই গ্রেপ্তার প্রমাণ করে যে আমরা যত সময়ই লাগুক, ন্যায়বিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।” ন্যামুস (ন্যাশনাল মিসিং অ্যান্ড আনআইডেন্টিফায়েড পার্সনস সিস্টেম) জানিয়েছে, কেলি জিন আজ বেঁচে থাকলে তার বয়স হতো ৫৪ বছর।
হুগাল মিশিগানের কোল্ড কেস হত্যার অভিযোগে সর্বশেষ আসামি। চলতি বছরই রাজ্যের বিভিন্ন পুরনো হত্যা মামলায় একাধিক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।
Source & Photo: http://detroitnews.com

 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com