ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

আপলোড সময় : ২৮-০৮-২০২৫ ১০:১১:০২ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৮-০৮-২০২৫ ১০:১১:০২ পূর্বাহ্ন
ঢাকা, ২৮ আগস্ট : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। পরিকল্পনা অনুযায়ী, রোজার আগে আগামী বছরের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে ভোটগ্রহণ এবং তফসিল ডিসেম্বরের শুরুতে ঘোষণা করা হবে।
বৃহস্পতিবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এই কর্মপরিকল্পনা প্রকাশ করেন। তিনি জানান, রোডম্যাপটি ২৪ ভাগে বিভক্ত করা হয়েছে এবং ইতোমধ্যেই কিছু কার্যক্রম শুরু হয়েছে।

রোডম্যাপের প্রধান দিকসমূহ:
অংশীজন সংলাপ : সেপ্টেম্বরের শেষ সপ্তাহে শুরু হয়ে দেড় মাস চলবে।
ভোটার তালিকা : চূড়ান্ত তালিকা প্রকাশ ৩০ নভেম্বর। খসড়া প্রকাশ হবে ১ নভেম্বর।
নির্বাচনি আইনবিধি : সব আইনবিধি সংশোধন ও প্রণয়ন ৩০ সেপ্টেম্বরের মধ্যে শেষ হবে।
রাজনৈতিক দল নিবন্ধন : ৩০ সেপ্টেম্বরের মধ্যে চূড়ান্ত।
সীমানা নির্ধারণ : ১৫ সেপ্টেম্বরের মধ্যে গেজেট প্রকাশ এবং ৩০ সেপ্টেম্বরের মধ্যে জিআইএস ম্যাপ প্রকাশ।
পর্যবেক্ষক নিবন্ধন : ২২ অক্টোবরের মধ্যে চূড়ান্ত, সনদ প্রদান ১৫ নভেম্বর।
নির্বাচনি প্রশিক্ষণ : ২৯ আগস্ট থেকে শুরু হয়ে ভোটের আগে শেষ হবে।
নির্বাচনি সরঞ্জাম : ৩১ ডিসেম্বরের মধ্যে সংগ্রহ ও বিতরণ শেষ।
বাজেট : ১৫ নভেম্বরের মধ্যে বাজেট চূড়ান্ত, আইনশৃঙ্খলা বাহিনীর জন্য বরাদ্দ বৈঠক ১৬-২০ নভেম্বর।
ভোটগ্রহণ কর্মকর্তা : প্যানেল চূড়ান্ত হবে ৩০ সেপ্টেম্বরের মধ্যে।
আইনশৃঙ্খলা বৈঠক : প্রথম বৈঠক ২৫ সেপ্টেম্বর।
আন্তঃমন্ত্রণালয় সভা : ৩১ অক্টোবর।
সচেতনতামূলক প্রচার : ৩০ নভেম্বরের মধ্যে সম্পন্ন।
প্রবাসী ভোট : ২০২৬ সালের জানুয়ারির মধ্যে পোস্টাল ব্যালট কার্যক্রম শেষ করা হবে।
ইসি জানায়, ভোটগ্রহণ, ফলাফল প্রকাশ, টেলিযোগাযোগ সচল রাখা ও গণমাধ্যমে ফলাফল প্রচারের বিষয়েও আলাদা পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com