শ্রম ও কর্মসংস্থান সচিব হলেন  হবিগঞ্জের আবদুর রহমান তরফদার

আপলোড সময় : ২৮-০৮-২০২৫ ১০:১৯:১১ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৮-০৮-২০২৫ ১০:১৯:১১ পূর্বাহ্ন
হবিগঞ্জ, ২৮ আগস্ট : হবিগঞ্জ পৌর এলাকার মাহমুদাবাদের সন্তান মো. আবদুর রহমান তরফদার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সচিব পদে পদোন্নতি পেয়েছেন। তিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ লাভ করেছেন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) উপ-সচিব মোহাম্মদ রফিকুল হকের স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের আদেশ জারি করা হয়।
আবদুর রহমান তরফদার বিশিষ্ট আইনজীবী এডভোকেট আব্দুস সবুর তরফদার (বাবুল)-এর ছোট ভাই। তার এ পদোন্নতির খবরে হবিগঞ্জ জুড়ে আনন্দ ও গর্বের পরিবেশ সৃষ্টি হয়েছে। সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী মহলসহ সর্বস্তরের মানুষ তাকে অভিনন্দন জানাচ্ছেন। স্থানীয়দের মতে, হবিগঞ্জের কৃতি সন্তান আবদুর রহমান তরফদারের এ অর্জন শুধু জেলার নয়, বরং গোটা অঞ্চলের জন্যই এক গৌরবের বিষয়।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com