মিশিগান হ্রদ ও হুরনে উচ্চ ঢেউয়ের সতর্কতা

আপলোড সময় : ২৯-০৮-২০২৫ ০১:০২:০১ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৯-০৮-২০২৫ ০১:০২:০১ পূর্বাহ্ন
মিশিগান হ্রদের তীরে সাঁতারুদের স্রোতের বিষয়ে সতর্ক করা হয়েছে/Steve Perez / The Detroit News

ডেট্রয়েট, ২৯ আগস্ট :  মিশিগান হ্রদ এবং হ্রদ হুরনে উচ্চ ঢেউ ও বিপজ্জনক রিপ স্রোতের পূর্বাভাস দিয়ে জাতীয় আবহাওয়া পরিষেবা (NWS) সৈকতগামীদের জল থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে। এই সতর্কতা কার্যকর থাকবে শুক্রবার সকাল পর্যন্ত।
বৃহস্পতিবার বিকেলে জারি করা সৈকত বিপদ বিবৃতি অনুযায়ী, মিশিগানের নিম্ন উপদ্বীপের পশ্চিম উপকূলে অবস্থিত ম্যাসন, ওশেনা, মুসকেগন, অটোয়া, অ্যালেগান ও ভ্যান বুরেন কাউন্টি, এবং থাম্ব অঞ্চলের হিউরন, স্যানিলাক ও সেন্ট ক্লেয়ার কাউন্টি এ সতর্কতার আওতায় থাকবে।
NWS জানিয়েছে, ঢেউয়ের উচ্চতা সাধারণত ৫ থেকে ৭ ফুট পর্যন্ত হতে পারে, আর কিছু ক্ষেত্রে তা ৯ ফুট পর্যন্ত পৌঁছাবে। বিবৃতিতে বলা হয়েছে, “তীব্র স্রোত সাঁতারুদের গভীর জলে টেনে নিতে পারে এবং উঁচু ঢেউ মানুষকে জেটি বা স্তম্ভ থেকে ভাসিয়ে নিয়ে যেতে পারে।” জনগণকে সৈকত থেকে দূরে থাকার পাশাপাশি সৈকত বন্ধের তথ্যের জন্য স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
এছাড়া, হ্রদ হুরনে শুক্রবার সকাল ১০টা পর্যন্ত একটি ছোট জাহাজ সতর্কতা বলবৎ থাকবে। পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর দিক থেকে বাতাসের বেগ ঘণ্টায় প্রায় ২০ নট (২৩ মাইল) এবং দমকা হাওয়ার বেগ ৩০ নট (৩৪.৫ মাইল) পর্যন্ত হতে পারে।
Source & Photo: http://detroitnews.com
 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com