মিশিগানে ভয়ঙ্কর মশাবাহিত রোগ ইইই এর প্রথম ঘটনা ঘোড়ায়

আপলোড সময় : ২৯-০৮-২০২৫ ০১:১২:১৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৯-০৮-২০২৫ ০১:১২:১৬ পূর্বাহ্ন
বেনজি কাউন্টি, (মিশিগান) ২৯ আগস্ট : রাজ্য কর্মকর্তারা জানিয়েছেন যে ২০২৫ সালে মিশিগানে প্রথমবারের মতো ইস্টার্ন ইকুইন এনসেফালাইটিস (EEE) সংক্রমণের ঘটনা বেনজি কাউন্টির একটি ঘোড়ায় শনাক্ত হয়েছে।
EEE হলো যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রাণঘাতী মশাবাহিত রোগগুলোর একটি, যা ঘোড়া এবং মানুষ উভয়ের জন্যই ঝুঁকিপূর্ণ। মিশিগান স্বাস্থ্য ও মানব পরিষেবা বিভাগ (MDHHS) জানিয়েছে, মানুষের মধ্যে এ রোগের মৃত্যুহার প্রায় ৩৩ শতাংশ এবং ঘোড়ার ক্ষেত্রে তা ৭৫–৯৫ শতাংশ পর্যন্ত।
MDHHS-এর প্রধান চিকিৎসা নির্বাহী ডা. নাতাশা বাগদাসারিয়ান এক বিবৃতিতে সতর্ক করে বলেন, “গুরুতর অসুস্থতা তৈরি করতে সংক্রমিত মশার মাত্র একটি কামড়ই যথেষ্ট। তাই মিশিগানবাসীদের EPA-নিবন্ধিত কীটনাশক ব্যবহার, মশা বেশি সক্রিয় সময়ে বাইরে যাওয়া এড়িয়ে চলা এবং শরীর ঢেকে রাখার মতো সতর্কতা নিতে হবে।”
কর্মকর্তারা জানান, আক্রান্ত ঘোড়াটিকে EEE-এর বিরুদ্ধে টিকা দেওয়া হয়নি। এটাই বেনজি কাউন্টিতে প্রথম শনাক্ত সংক্রমণ। তবে এটি ঘোড়া থেকে ঘোড়ায় বা ঘোড়া থেকে মানুষের মধ্যে ছড়ায় না। সাধারণত গ্রীষ্মের শেষ থেকে শরতের শুরুতে এ রোগ দেখা দেয়।
রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (CDC) জানিয়েছে, EEE বিরল হলেও অত্যন্ত গুরুতর। যুক্তরাষ্ট্রে প্রতিবছর হাতে গোনা কয়েকটি সংক্রমণের ঘটনা রিপোর্ট হয়, বেশিরভাগই পূর্ব ও উপসাগরীয় উপকূলীয় রাজ্যে। মানুষের মধ্যে লক্ষণগুলির মধ্যে জ্বর, মাথাব্যথা, বমি, খিঁচুনি, আচরণগত পরিবর্তন ও তন্দ্রাচ্ছন্নতা দেখা দিতে পারে। বর্তমানে মানুষের জন্য কোনো টিকা বা নির্দিষ্ট ওষুধ নেই। ২০০৩ সাল থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে অন্তত ৮৪ জনের মৃত্যু হয়েছে।
মিশিগানের রাজ্য পশুচিকিৎসক নোরা ওয়াইনল্যান্ড বলেন, “EEE-এর এ ঘটনা ছাড়াও এ মৌসুমে মিশিগান জুড়ে অন্যান্য মশাবাহিত রোগ পাওয়া গেছে, যার মধ্যে ছয়টি মানবিক সংক্রমণসহ পশ্চিম নাইল ভাইরাসও রয়েছে। এটি স্পষ্টভাবে দেখায় যে মশার জনসংখ্যার মধ্যে রোগ ছড়িয়ে পড়ছে। তাই প্রাণী ও মানুষ উভয়কেই সুরক্ষিত রাখা অত্যন্ত জরুরি।”
২২ আগস্ট পর্যন্ত তথ্য অনুযায়ী, রাজ্যের ১২৬টি মশা, ১৬টি বন্য পাখি এবং ছয়জন মানুষের মধ্যে ওয়েস্ট নাইল ভাইরাস (WNV) শনাক্ত হয়েছে।

প্রতিরোধে করণীয়
MDHHS ঘোড়ার মালিক ও সাধারণ জনগণকে নিম্নলিখিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে-
ঘোড়া ও গবাদি পশুকে EEE এবং WNV-এর বিরুদ্ধে টিকা দেওয়া
আশেপাশে জমে থাকা পানি সরানো
সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত গবাদি পশু ও পোষা প্রাণীকে ঘরে রাখা
মানুষের ও প্রাণীর জন্য অনুমোদিত কীটনাশক ব্যবহার
বাইরে গেলে হালকা রঙের লম্বা হাতা জামা ও লম্বা প্যান্ট পরা
দরজা ও জানালায় মশারি বা স্ক্রিন ব্যবহার করা।
Source & Photo: http://detroitnews.com
 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com