লিভোনিয়ায় চুরি হওয়া গাড়ি থামাতে জাল ব্যবহার, তিনজন গ্রেপ্তার

আপলোড সময় : ২৯-০৮-২০২৫ ০১:৪০:৪৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৯-০৮-২০২৫ ০১:৪০:৪৭ পূর্বাহ্ন
রাজ্য পুলিশ জানিয়েছে, পালিয়ে যাওয়া চালক হুক লাগানোর পরও দ্রুত গতিতে পালানোর চেষ্টা চালিয়ে যান, যার ফলে গাড়ির পিছনের এক্সেল ছিঁড়ে যায়/Michigan State Police

লিভোনিয়া,  ২৯ আগস্ট : গত বৃহস্পতিবার সকালে মিশিগান স্টেট পুলিশ ও লিভোনিয়া পুলিশের যৌথ উদ্যোগে চুরি হওয়া একটি শেভ্রোলেট ক্রুজ থামানো হয়েছে। ট্রুপাররা সকাল ৭টা ২৫ মিনিটের দিকে ডেট্রয়েট থেকে চুরি হওয়া গাড়ির খবর পেয়ে তা অনুসরণ করে।
পুলিশ “দ্য গ্র্যাপলার” নামে একটি ডিভাইস ব্যবহার করে, যা পালিয়ে যাওয়া গাড়ির পিছনের টায়ার ও অ্যাক্সেল আটকাতে সক্ষম। ধাওয়ার সময় পশ্চিমমুখী I-96 এবং ফার্মিংটন রোড সাময়িকভাবে বন্ধ করা হয়। ডিভাইসটি সফলভাবে গাড়িটিকে থামিয়েছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে ছিলেন ২৭ বছর বয়সী ব্রাইটনের একজন পুরুষ চালক এবং তার দুই মহিলা যাত্রী। পুলিশ জানিয়েছে, চালককে আগে প্রবেশন লঙ্ঘনের জন্য তাড়া করা হচ্ছিল এবং তিনজনের বিরুদ্ধে চুরি করা গাড়ি রাখার অভিযোগ আনা হতে পারে। কোনো আঘাতের খবর পাওয়া যায়নি।
মিশিগান স্টেট পুলিশের ফার্স্ট লেফটেন্যান্ট মাইক শ বলেন, “আমরা সম্প্রদায়ের অপরাধীদের থামাতে প্রযুক্তি ব্যবহার চালিয়ে যাচ্ছি। লিভোনিয়া পুলিশ এবং তাদের ধাওয়ার যন্ত্রের জন্য ধন্যবাদ, সন্দেহভাজনরা এখন নিরাপদে কারাগারে রয়েছে।”
Source & Photo: http://detroitnews.com
 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com