পন্টিয়াকে সড়ক দুর্ঘটনায় এক পরিবারের তিনজন নিহত

আপলোড সময় : ৩১-০৮-২০২৫ ০১:০৫:২৫ অপরাহ্ন , আপডেট সময় : ৩১-০৮-২০২৫ ০১:০৫:২৫ অপরাহ্ন
পন্টিয়াক, ৩১ আগস্ট : পন্টিয়াকে শুক্রবার রাতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একজন অভিভাবক ও দুই ছোট শিশু প্রাণ হারিয়েছেন।
শেরিফের কার্যালয়ের তথ্য অনুযায়ী, রাত প্রায় ৮টা ২০ মিনিটে মন্টকাম ও জোসলিন সড়কে দুর্ঘটনাটি ঘটে। ২১ বছর বয়সী এক যুবক ২০২২ সালের একটি হোন্ডা সিভিক গাড়ি নিয়ে জোসলিন সড়ক দিয়ে দক্ষিণমুখী যাচ্ছিলেন। গাড়িটি প্রথমে বিপরীত দিক থেকে আসা ট্র্যাফিকের সাথে ধাক্কা খেয়ে রাস্তার বাইরে চলে যায়। এরপর একাধিক সাইনবোর্ড ও খুঁটিতে আঘাত করার পর আবার মন্টকাম সড়কে প্রবেশ করে এবং লাল বাতিতে দাঁড়ানো ২০২৫ সালের একটি শেভ্রোলেট মালিবুকে ধাক্কা দেয়।
মালিবুর চালক, ৩৭ বছর বয়সী পন্টিয়াকের এক বাসিন্দা, ঘটনাস্থলেই নিহত হন। তার সঙ্গে থাকা তিন শিশু যাত্রীর মধ্যে দুজন—৪ ও ৬ বছর বয়সী—হাসপাতালে নেওয়ার পর মারা যায়। অপর শিশু, ৯ বছর বয়সী, গুরুতর আহত অবস্থায় রয়্যাল ওকের কোরওয়েল হেলথ উইলিয়াম বিউমন্ট বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
অন্যদিকে, দুর্ঘটনায় জড়িত সিভিকের চালককে ট্রিনিটি হেলথ ওকল্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে।
ওকল্যান্ড কাউন্টি শেরিফ মাইকেল জে. বাউচার্ড এক বিবৃতিতে বলেন, "এই অকল্পনীয় ট্র্যাজেডি একজন অভিভাবক এবং দুই ছোট সন্তানের জীবন কেড়ে নিয়েছে। আমাদের তদন্তকারীরা ঘটনার সম্পূর্ণ পরিস্থিতি উদঘাটনে কাজ করছেন। আমরা নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।"
শেরিফের অফিসের ক্র্যাশ রিকনস্ট্রাকশন ইউনিট ও ড্রোন ইউনিট ইতিমধ্যে দুর্ঘটনাস্থল ম্যাপ করেছে। প্রাথমিকভাবে অতিরিক্ত গতি দুর্ঘটনার কারণ বলে ধারণা করা হচ্ছে। পাশাপাশি মাদক বা অ্যালকোহল জড়িত থাকার সম্ভাবনাও তদন্তাধীন রয়েছে।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com