৪৫তম বার্ষিক লেবার ডে ফেস্টিভ্যালের দ্বিতীয় দিন আজ

উদযাপনের রঙে ভেসে উঠল হ্যামট্রাম্যাক

আপলোড সময় : ৩১-০৮-২০২৫ ০২:৩৯:২০ অপরাহ্ন , আপডেট সময় : ৩১-০৮-২০২৫ ০২:৩৯:২০ অপরাহ্ন
Photo : Hamtramck Labor Day Festival/Facebook page

হ্যামট্রাম্যাক, ৩১ আগস্ট : হ্যামট্রাম্যাক শহরের জোসেফ ক্যাম্পাউয়ের মেইন স্ট্রিট শনিবার মুখরিত হয়েছে তিনদিনব্যাপী ৪৫তম বার্ষিক লেবার ডে ফেস্টিভ্যালে। অঅজ রবিবার, অর্থাৎ উৎসবের দ্বিতীয় দিনে, পরিবার-সহ সব বয়সের মানুষের জন্য আনন্দ ও বিনোদনের এক মিলনমেলা অনুষ্ঠিত হচ্ছে। এবার উৎসবটি HATCH-এর স্পনসরশিপে জোরকদমে উদযাপিত হচ্ছে।
উৎসবের মূল আকর্ষণগুলোর মধ্যে রয়েছে রোমাঞ্চকর ইয়ট রেস, কুস্তির লড়াই, চমকপ্রদ কার্নিভাল রাইড, প্রাণবন্ত লাইভ সঙ্গীতানুষ্ঠান এবং বিভিন্ন খাবারের স্টল। প্রতিটি দিন দুপুর থেকে রাত ১০টা পর্যন্ত চলা এই উৎসবে প্রবেশ সম্পূর্ণ বিনামূল্যে। রবিবার শিশু থেকে প্রাপ্তবয়স্ক সকল দর্শক উপভোগ করতে পারবে নানা ধরনের মজার ও আকর্ষণীয় ইভেন্ট।
ফেস্টিভ্যালে দুটি মঞ্চে অনুষ্ঠিত হবে অসাধারণ লাইভ সঙ্গীতানুষ্ঠান। এছাড়াও শিশুদের জন্য রয়েছে বিভিন্ন গেম ও কার্যক্রম, কুস্তি, কার্নিভাল রাইড এবং সুস্বাদু খাবারের স্টল। উৎসবের সমাপ্তি উপলক্ষে সোমবার শ্রম দিবসে অনুষ্ঠিত হবে একটি চমকপ্রদ প্যারেড, যা শহরজুড়ে রঙের ছোঁয়া ছড়াবে।
হ্যামট্রাম্যাক লেবার ডে ফেস্টিভ্যালের পরিচালকরা জানান, “এবারও দর্শকরা পাবেন একঘেয়ে মুহূর্ত ছাড়া বিনোদন ও আনন্দের অভিজ্ঞতা। প্রতিটি দিন এখানে থাকবে সঙ্গীত, খাবার এবং মজার কার্যক্রমের অপূর্ব আয়োজন।”
৪৫তম বার্ষিক লেবার ডে ফেস্টিভ্যাল শেষ হবে সোমবার, ১ সেপ্টেম্বর। তিন দিনের এই উৎসব হ্যামট্রাম্যাকবাসীর জন্য এক আনন্দময় অভিজ্ঞতা, যেখানে কখনই নিস্তেজ মুহূর্ত থাকে না।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com