প্রবাসী বাংলাদেশিরা লেবার ডে প্যারেডের শোভা বাড়ালেন

বর্ণিল অনুষ্ঠান ও সাংস্কৃতিক রঙে ভরল হ্যামট্রাম্যাক

আপলোড সময় : ০১-০৯-২০২৫ ০৫:৪১:২৮ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০৯-২০২৫ ০৫:৪১:২৮ অপরাহ্ন
হ্যামট্রাম্যাক, ০১ সেপ্টেম্বর: মিশিগানের হ্যামট্রাম্যাক সিটিতে আজ সোমবার দুপুরে লেবার ডে প্যারেড অনুষ্ঠিত হয়েছে। শহরের প্রাণকেন্দ্র জোসেফ ক্যাম্পাউর রাস্তায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল। বিভিন্ন জাতি, সম্প্রদায় ও পেশার কয়েক হাজার মানুষ তাদের নিজস্ব সাংস্কৃতিক রঙ-রূপে প্যারেডে অংশ নেন।

১৯৮০ সাল থেকে এই ঐতিহ্যবাহী লেবার ডে প্যারেড প্রতি বছর হ্যামট্রাম্যাক শহরের মানুষের কাছে একটি প্রধান সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান হিসেবে পরিচিত। এবারের প্যারেডেও প্রবাসী বাংলাদেশিরা দেশীয় পোষাকে অংশগ্রহণ করেন। শিশু, নারী ও পুরুষরা হাতে লাল-সবুজের পতাকা নিয়ে অংশ নেন। এছাড়াও বাংলাদেশি জনপ্রিয় বাহন রিক্সাও প্যারেডের অংশ হিসেবে শহরের রাস্তায় বর্ণ ছড়িয়েছিল।

তিনদিনব্যাপী ফেস্টিভ্যালের অন্যান্য আয়োজনের মধ্যে ছিল বর্ণাঢ্য কুস্তি প্রদর্শনী, বিভিন্ন রাইড এবং শিশুদের জন্য বিনোদনমূলক কার্যক্রম। পোশাক, গহনা এবং দেশি-বিদেশি খাবারের ষ্টলগুলো দর্শনার্থীদের আকর্ষণ করেছিল। সন্ধ্যায় বর্ণাঢ্য ও মনোমুগ্ধকর সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হবে, যা দর্শকদের আনন্দে ভরিয়ে তুলবে।
আজ রাতেই শেষ হচ্ছে এই তিনদিনব্যাপী লেবার ডে ফেস্টিভ্যাল, যা কেবল হ্যামট্রাম্যাকের লোকজনের জন্য নয়, প্রবাসী বাংলাদেশিদের জন্যও আনন্দ ও মিলনের বিশেষ সুযোগ হিসেবে বিবেচিত হয়।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com